<p style="text-align:justify">রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকার রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল কালো শার্ট ও চেক প্যান্ট।</p> <p style="text-align:justify">সোমবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।</p> <p style="text-align:justify">পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।</p> <p style="text-align:justify">যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ তামিরুল মিল্লাত মাদরাসার রোড ইঞ্জিনিয়ার গলির পাকা রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে।</p>