<p>নওগাঁর নিয়ামতপুরে সরকারি পুকুরের মাছ মারাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির দুই গ্রুপ। মঙ্গলবার (৭ জানুয়ারি) এই বিক্ষোভ মিছিল করে তারা। </p> <p>স্থানীয়রা জানায়, বিআরডিবির চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রহমান বাবুর নেতৃত্বে একটি গ্রুপ আব্দুল মতিনের বিরুদ্ধে মাছ লুট করার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। অপরদিকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু ও আব্দুল মতিনের নেতৃত্বে বাবু, সেকেন্দার আলী ও রেজাউল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। </p> <p>উপজেলার ভাবিচা ইউনিয়নের বোরামবাড়ীর একটি সরকারি পুকুরের মাছ মারাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বাবু বিক্ষোভ মিছিল শেষে মতিনের বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ তুলে বক্তব্য দেন।</p> <p>অপরপক্ষে মতিন বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বলেন, বাবু ভূমি দস্যু, চাঁদাবাজ, দখলবাজ। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নাম করে লাখো টাকা আদায়র করেছেন। পুকুর, ডিপ দখল করে দেবেন বলেও টাকা আদায় করছেন তিনি। আর এ সব কাজে সার্বিক সহযোগিতা করেন ভাবিচা ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের রেজাউল  এবং রুদ্রপুর গ্রামের সেকেন্দার আলী। তারা বাবুর বাড়িতে রাতে বসে টাকা ভাগ বাটোয়ারা করেন।</p> <p>বিএনপির আরেক নেতা ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের রাজনৈতিক ও সামাজিক মান ক্ষুণ্ন করার জন্য তার ভাই আব্দুল মতিনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে।</p> <p>বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।</p>