<p style="text-align:justify">দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশের ড্রেন মাটি দিয়ে ভরাট করে এবং পাকা সড়কের দু'পাশের ফুটপাত দখল করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এ অবৈধ দখলদারিত্বের ফলে পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যানজটসহ নানা বিড়ম্বনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ এসব সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।</p> <p style="text-align:justify">উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক থেকে শুরু করে বাজার তিনমাথা মোড়, ওসমানপুর-রানীগঞ্জ রোড এবং ওসমানপুর দারুল কুরআন কওমি মাদ্রাসা ও এতিমখানা রোড পর্যন্ত ফুটপাত ও রাস্তার দু'পাশ দখল করে গড়ে উঠেছে খাবারের হোটেল, কাঁচামাল দোকান, সবজি দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।</p> <p style="text-align:justify">বিশেষ করে বাজারের তিনমাথা মোড়ে মাছ ব্যবসায়ীরা রাস্তার ওপর হাঁড়ি-পাতিল বসিয়ে মাছ বিক্রি করছেন। এতে আশপাশের এলাকায় দিনভর মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ফুটপাতের সামান্য অংশও খালি নেই। অনেক জায়গায় বাঁশ, কাঠ ও টিন দিয়ে ঘিরে ফুটপাত এবং রাস্তা দখল করে রাখা হয়েছে।</p> <p style="text-align:justify">স্থানীয়রা জানান, ফুটপাত দখল থাকায় সড়কে সিএনজি, ভ্যান, রিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক সারাক্ষণ পার্কিং করা থাকে। এমনিতেই রাস্তা সংকুচিত হয়ে গেছে, তার ওপর এসব যানবাহনের কারণে এ পথে চলাচল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই পথচারী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">স্থানীয় বাসিন্দা হালিম মিয়া বলেন, এই রাস্তা দিয়ে প্রশাসনের অনেক কর্মকর্তাই যাতায়াত করেন। জ্যামে তো তারাও পড়েন। তবু কেন এ সমস্যার সমাধান হচ্ছে না?</p> <p style="text-align:justify">মাছ ব্যবসায়ীরা জানান, মাছহাটিতে বেচাকেনা কম হয়। রাস্তায় অনেক মানুষ যাতায়াত করে, তাই আমরা ফুটপাতে দোকান বসিয়েছি।</p> <p style="text-align:justify">অভিযোগ রয়েছে, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা এসব অবৈধ দোকানের পেছনে রয়েছেন। বাজারের নির্দিষ্ট স্থানে দোকান বসানোর পরিবর্তে টাকার বিনিময়ে ফুটপাত ও রাস্তা দখল করতে উৎসাহিত করা হয়।</p> <p style="text-align:justify">স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী, রাস্তা বা ফুটপাত দখল করে পণ্য রাখলে তা বাজেয়াপ্ত এবং দোষীদের জরিমানার বিধান রয়েছে। কিন্তু এসব নিয়ম বাস্তবায়নে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।</p> <p style="text-align:justify">এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, আমরা ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছি। বাজারের ভেতরে পরিত্যক্ত শেডগুলো মেরামত করে ব্যবসায়ীদের সেখানে বসানোর ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে দখলদারিত্ব রোধ করা সম্ভব হবে।</p> <p style="text-align:justify">অবৈধ দখলদারিত্বের কারণে ঘোড়াঘাট পৌরসভার প্রধান সড়ক ও ফুটপাতগুলো সংকুচিত হয়ে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যার সমাধান অসম্ভব হয়ে পড়বে। প্রশাসনের দৃঢ় পদক্ষেপ এবং জনগণের সহযোগিতাই একমাত্র সমাধান।</p>