<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম উত্তরাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু। অথচ ১৮ বছর পেরিয়ে গেলেও কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি এখানে। আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল মম ইন, ফোর স্টার হোটেল নাজ গার্ডেন, সেফওয়ে মোটেল, পর্যটন মোটেলসহ একাধিক মানসম্পন্ন থ্রিস্টার আবাসিক হোটেল, মিনি বিমানবন্দরসহ গোছানো যোগাযোগব্যবস্থা থাকা সত্ত্বেও খেলা না হওয়ায় হতাশ উত্তরাঞ্চলবাসী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্টেডিয়ামটির উদ্বোধন করেন। মাত্র আট মাস সময় নিয়ে ২০০৩-২০০৪ অর্থবছরে ফ্লাডলাইটসহ প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। ১৮ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন সব কিছুই রয়েছে এখানে। কয়েক দিন পরই ১৫, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি আইসিসি যুব বিশ্বকাপ ক্রিকেটের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে। এতে অংশগ্রহণ করে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও কানাডা দল। মার্চে হয় জিম্বাবুয়ে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দল ও বাংলাদেশ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দলের ক্রিকেট ম্যাচ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০০৬ সালের ৩০ জানুয়ারি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু ঘোষণা করে। ওই বছরেই ১৯ ও ২০ ফেব্রুয়ারি এবং ৬-১০ মার্চ শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০ ফেব্রুয়ারি ওয়ানডে ক্রিকেট ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে পরাজিত করলে জয়ের আনন্দে ভাসতে থাকে উত্তরাঞ্চলবাসী। এরপর ৩ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত দুই ম্যাচে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলকে হারিয়ে জয়লাভ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, বগুড়া উত্তরাঞ্চলের গেটওয়ে এবং মাঝামাঝি স্থানে অবস্থিত। সকালে খেলা দেখে সহজেই বিকেলে ফিরতে পারে উত্তরাঞ্চলের মানুষ। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়াম শহীদ চান্দু স্টেডিয়াম। সবই আছে, জ্বলছে না ফ্লাডলাইট, নেই শুধু খেলা। অবহেলায় স্টেডিয়াম কমপ্লেক্সের দেয়ালসহ বিভিন্ন অংশ ধসে ও খসে পড়ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর মাঝে দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে সর্বশেষ ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজার ইমরান হোসেন নাদিম এবং সিনিয়র ন্যাশনাল ম্যানেজার (গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ) সৈয়দ আব্দুল বাতেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার উইকেট অনেক ভালো, দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটের সঙ্গে সাদৃশ্য রয়েছে। গুরুত্ব বিবেচনায় স্টেডিয়ামটিকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এই ভেন্যুতেই অনুশীলন করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল সর্বশেষ বিশ্ব চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসাইন জানান, এই অঞ্চলের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদি। বেশি বেশি খেলা হলে যেমন উজ্জীবিত থাকবে এখানকার খেলোয়াড় ও খেলাসংশ্লিষ্ট ব্যক্তিরা, তেমনি অর্থনীতিতেও এর অনুকূল প্রভাব পড়বে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, ঢাকাসহ দেশের অনেক স্টেডিয়াম নিয়েই সমালোচনা রয়েছে। পর্যবেক্ষক ও বিদেশি খেলোয়াড়দের মন্তব্য অনুযায়ী শহীদ চান্দু স্টেডিয়ামটি যে বিশ্বমানের স্টেডিয়াম এতে কোনো সন্দেহ নেই। তবে বর্তমানে আইসিসির বাধ্যবাধকতা অনুযায়ী টেস্ট ও ওয়ানডে ম্যাচ আয়োজনের জন্য বিমানবন্দর প্রয়োজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, এর আগে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে বগুড়াবাসী। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য বিমানবন্দর চালুসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এরই মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করা হয়েছে।</span></span></span></span></span></p>