<p>বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. ইকবাল হোসেনের গাড়িবহরে হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) ময়মনসিংহের গৌরীপুরে সিদলা ইউনিয়নের টেংগড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা চারজনসহ কমপক্ষে ১৫ জন আহত হন।</p> <p>ইকবাল হোসাইন জানান, একটি সামাজিক অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় পথে একদল দুষ্কৃতকারী লাঠি ও রামদা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা অতর্কিতে গাড়িতে হামলা। কমপক্ষে ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। ঘটনাটি প্রতিহত করার সময় কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে গৌরীপুর ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।</p> <p>তিনি আরো জানান, হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছেন তিনি। তারা সবাই গৌরীপুরের বিএনপির সাবেক আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের লোকজন। সঙ্গে ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়াম লীগের সাবেক সাধারণ সম্পাদক সোনাথ সাহার লোকজন।</p> <p>অভিযোগ অস্বীকার করে তায়েবুর রহমান হিরণ জানান, ওই স্থানটি ইঞ্জিনিয়ার ইকবালের বাড়ির কাছে। সেখানে তার সমর্থক দুই পক্ষের ঘটনা। অনুষ্ঠানে দাওয়াতের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এখানে তার কোনো সমর্থক জড়িত ছিলেন না।</p> <p>ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার কালের কণ্ঠকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>