<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে এক দিনে অন্ততপক্ষে ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৭ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এই তথ্য জানায়। এদিকে ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলের হামলার কারণে গাজায় ত্রাণ পাঠানোর চেষ্টা পাহাড়সমান বাধার মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএর প্রধান টম ফ্লেচার। জাতিসংঘের ত্রাণবহর ও বিশ্ব খাদ্য সংস্থার গাড়ি আক্রমণের লক্ষ্যবস্তু হওয়ার পর গত সোমবার থেকে জাতিসংঘের সংস্থাগুলো বিবৃতি দিচ্ছে। গতকাল গাজায় ইসরায়েলি হামলায় আহত এক ত্রাণকর্মী মারা গেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতার বলেছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করার লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে। পক্ষগুলোর মধ্যে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেকনিক্যাল বৈঠক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দোহায় চলমান বৈঠকগুলোয় অনেক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। তবে আলোচনা নিয়ে বিশদ বিবরণ দিতে রাজি হয়নি মন্ত্রণালয়। সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p>