<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের মুক্তাগাছায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মোহাম্মদ মামুন (২৫) নামের এক তরুণের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে স্থানীয় বাজারে কাজ শেষে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। রাতেই তাঁকে আহত অবস্থায় মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি মুক্তাগাছা উপজেলার হতরপাড়া গ্রামে। ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাকিবুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন মামুন।</span></span></span></span></span></p>