<p style="text-align:justify">মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। </p> <p style="text-align:justify">সোমবার (৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">মুসল্লিরা জানান, মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ লেখা দেখা যায়। বিষয়টি দেখে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিবিরকে ফাঁসাতে অস্ত্রহাতে ছাত্রদলকর্মীর কাণ্ড, ব্যর্থ হয়ে চাইলেন ক্ষমা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736173366-7819d64b662f3e8be6157c67fe5042a9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিবিরকে ফাঁসাতে অস্ত্র হাতে ছাত্রদলকর্মীর কাণ্ড, ব্যর্থ হয়ে চাইলেন ক্ষমা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/06/1465736" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মসজিদের ইমাম বলেন, ‘মাগরিবের নামাজের পর প্রথমবার এ লেখাটি নজরে আসে। কেউ হ্যাকিংয়ের মাধ্যমে এটি করেছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিক করার চেষ্টা করেছি। এর আগে বোর্ডে শুধু মসজিদের নামই প্রদর্শিত হতো।’</p> <p style="text-align:justify">এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং তাৎক্ষণিক লোক পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।’</p> <p style="text-align:justify">এদিকে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।</p>