সৌদি আরব জীববৈচিত্র্য সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করেই থেমে থাকেনি। এই বনাঞ্চলের সার্বিক বিকাশ নিশ্চিতে স্থানীয় অধিবাসীদের সহায়তায় নানা ধরনের উদ্যোগও নিয়েছে। বনাঞ্চলটির নাম ইমাম তুর্কি আবদুল্লাহ রয়েল রিজার্ভ। এই বনাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলসালান বলেন, ‘এই অঞ্চলটির ৯০ শতাংশ এলাকা পুরোপুরি সংরক্ষিত।
আলোচনায় সৌদি রয়েল রিজার্ভ
কালের কণ্ঠ ডেস্ক

রাজকীয় বনাঞ্চলটি প্রতিষ্ঠা করা হয় ২০১৮ সালে। জাতিসংঘের আইন মেনে পরিবেশ রক্ষার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী যাতে আর্থিকভাবেও লাভবান হতে পারে, সেই ব্যবস্থা রাখা হয়েছে। শিকারিরা যাতে এই এলাকায় বেআইনি পন্থায় শিকার করতে না পারে, সেটাও নিশ্চিত করা হয়েছে।
নানা ধরনের উন্নয়ন তহবিল থেকে এই খাতে অনুদান দেওয়া হয়। বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও এই কর্মসূচির সমর্থনে এগিয়ে এসেছে। এলাকাবাসীর পাশাপাশি শিক্ষার্থীরাও নানা ধরনের কর্মশালায় যোগ দেয়। এই বনাঞ্চলে পরিকল্পিত ও টেকসই প্রযুক্তির মাধ্যমে গাছপালা লাগানোর পাশাপাশি পরিচর্যাও করা হয়।
সিইও মোহাম্মদ আলসালান বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে এখানে সাত লাখ গাছের চারা রোপণ করা হয়েছে।
সৌদি আরব সাত কোটি ৪০ লাখ হেক্টর ভূমিতে ২১০০ সালের মধ্যে ১০ বিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। এই রয়েল রিজার্ভ সেই পরিকল্পনারই অংশ। এরই মধ্যে সাত কোটি চারা রোপণ করা হয়েছে। জীববৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি এই বনাঞ্চল স্থানীয় জনগোষ্ঠীর জন্য একটি মূল্যবান সম্পদ বিবেচিত হচ্ছে। স্থানীয় অধিবাসীরা তাদের পশুর পাল নিয়ে এখানে নিয়ন্ত্রিত পন্থায় ঢুকতে পারে। এখানে এখন এরাবিয়ান অরিক্স (কৃষ্ণসার মৃগ), বালি হরিণ ও এরাবিয়ান অস্ট্রিচ অবাধে বিচরণ করছে।
এখানে যে সংরক্ষিত শিকার ক্ষেত্র রয়েছে, তা মোট বনাঞ্চলের মাত্র ২.১৮ শতাংশ এলাকা। বাছবিচারহীন পন্থায় শিকারের কোনোই সুযোগ নেই। যারা আইন ভাঙবে, তাদের জন্য তিন কোটি সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। অপরাধ গুরুতর হলে বাড়তি হিসেবে ১০ বছরের জেলও হতে পারে। সূত্র : এরাব নিউজ
সম্পর্কিত খবর

গাজা হামলার প্রতিবাদ


নাইজারে জিহাদিদের সঙ্গে সংঘর্ষে ১৩ সেনা নিহত
কালের কণ্ঠ ডেস্ক

নাইজারে জিহাদি গোষ্ঠীর সঙ্গে দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় দেশটির ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। গত বুধবার দেশটির সেনাবাহিনী এই কথা জানিয়েছে। নাইজারের সেনাবাহিনী বলেছে, ১৫ মার্চ দেশটির পশ্চিম তিলাবেরি অঞ্চলের একটি সোনার খনির স্থানে ইসলামিক স্টেটের (আইএস) সহযোগীদের সঙ্গে সংঘর্ষে ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। এতে সাতজন সেনা আহত হন।

সংক্ষিপ্ত
চীনে চার কানাডিয়ানের মৃত্যুদণ্ড কার্যকর : অটোয়া
কালের কণ্ঠ ডেস্ক

চীন সম্প্রতি মাদক চোরাচালানের দায়ে চারজন কানাডিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অটোয়া। গত বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, সম্প্রতি চারজন কানাডীয়র মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। কানাডা এ ব্যাপারে নমনীয় হওয়ার আবেদন করা সত্ত্বেও চীন তা উপেক্ষা করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

আটক কয়েক শ
পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের হটাতে বুলডোজার
কালের কণ্ঠ ডেস্ক

ভারতের পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের হটাতে তাঁদের তাঁবু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। ফসলের ভালো দাম চেয়ে হরিয়ানাসংলগ্ন সীমান্তে এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। স্থানীয় সময় বুধবার রাতে পুলিশ আন্দোলনরত কয়েক শ কৃষককে আটকও করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফসলের ক্ষেত্রে আরো বেশি রাষ্ট্রীয় সহায়তার আইন-সমর্থিত নিশ্চয়তার জন্য চাপ দিতে গত বছরের শুরুর দিকে নয়াদিল্লি অভিমুখে মিছিল ডাক দেন কৃষকরা।
বুধবার রাতের অভিযান নিয়ে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে পাঞ্জাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নানক সিং বলেন, ‘আমাদের কোনো ধরনের বল প্রয়োগ করতে হয়নি, কারণ তারা কোনো ধরনের প্রতিরোধই গড়েননি। কৃষকরা ভালোভাবেই সহযোগিতা করেছেন, তাঁরা নিজেরাই বাসে উঠে বসেন।’
কৃষকদের আগেই অভিযান চালানোর ব্যাপারে সতর্ক করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
টেলিভিশনের ছবিতে পুলিশকে বুলডোজার চালিয়ে কৃষক শিবিরের মঞ্চ ও তাঁবু গুঁড়িয়ে দিতে ও ব্যক্তিগত জিনিসপত্রসহ কৃষকদের গাড়ির দিকে নিয়ে যেতে দেখা গেছে।
গণমাধ্যমে আসা কোনো কোনো ছবিতে আটক ব্যক্তিদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিত্রও দেখা যাচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে কৃষক নেতা সারওয়ার সিং পান্ধের ও জগজিৎ সিং দাল্লেওয়ালও আছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। দাল্লেওয়াল দীর্ঘদিন অনশন করেছিলেন, তাঁকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে একাধিক সূত্র।
আনন্দবাজার জানিয়েছে, বুধবার কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে ফেরার পথে মোহালি থেকে পাঞ্জাব পুলিশের হাতে আটক হন কৃষক নেতা জগজিৎ সিংহ দাল্লেওয়াল ও তাঁর সঙ্গীরা। এরপর রাতেই অবস্থানস্থল থেকে কৃষকদের হটানো শুরু করে পুলিশ। সূত্র : রয়টার্স, আনন্দবাজার পত্রিকা