<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌদি আরব জীববৈচিত্র্য সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করেই থেমে থাকেনি। এই বনাঞ্চলের সার্বিক বিকাশ নিশ্চিতে স্থানীয় অধিবাসীদের সহায়তায় নানা ধরনের উদ্যোগও নিয়েছে। বনাঞ্চলটির নাম ইমাম তুর্কি আবদুল্লাহ রয়েল রিজার্ভ। এই বনাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলসালান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই অঞ্চলটির ৯০ শতাংশ এলাকা পুরোপুরি সংরক্ষিত। এটার আয়তন ৯১ হাজার ৫০০ বর্গকিলোমিটার। এই বনাঞ্চলের লাগোয়া এলাকাগুলো হচ্ছে হাইল, কাসিম, আল-জুয়িফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তরাঞ্চলীয় প্রদেশ। বনাঞ্চলটি দেখভালের দায়িত্বে আছেন ১৮০ বন কর্মকর্তা। তাঁরা বন্য প্রাণী ও গাছপালার সব তথ্য সংরক্ষণ করেন। এখানকার পরিবেশ রক্ষায় ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজকীয় বনাঞ্চলটি প্রতিষ্ঠা করা হয় ২০১৮ সালে। জাতিসংঘের আইন মেনে পরিবেশ রক্ষার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী যাতে আর্থিকভাবেও লাভবান হতে পারে, সেই ব্যবস্থা রাখা হয়েছে। শিকারিরা যাতে এই এলাকায় বেআইনি পন্থায় শিকার করতে না পারে, সেটাও নিশ্চিত করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নানা ধরনের উন্নয়ন তহবিল থেকে এই খাতে অনুদান দেওয়া হয়। বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও এই কর্মসূচির সমর্থনে এগিয়ে এসেছে। এলাকাবাসীর পাশাপাশি শিক্ষার্থীরাও নানা ধরনের কর্মশালায় যোগ দেয়। এই বনাঞ্চলে পরিকল্পিত ও টেকসই প্রযুক্তির মাধ্যমে গাছপালা লাগানোর পাশাপাশি পরিচর্যাও করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিইও মোহাম্মদ আলসালান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিষ্ঠার পর থেকে এখানে সাত লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এর মাধ্যমে গত চার বছরে এই এলাকায় গাছপালার পরিমাণ অঞ্চলভেদে ২ থেকে ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি, আমরা যদি পরিবেশ রক্ষায় সামান্য অবদান রাখতে পারি, তাহলে এই বনাঞ্চল নিজেকে রক্ষায় খুব দ্রুত প্রস্তুত হতে পারবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌদি আরব সাত কোটি ৪০ লাখ হেক্টর ভূমিতে ২১০০ সালের মধ্যে ১০ বিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। এই রয়েল রিজার্ভ সেই পরিকল্পনারই অংশ। এরই মধ্যে সাত কোটি চারা রোপণ করা হয়েছে। জীববৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি এই বনাঞ্চল স্থানীয় জনগোষ্ঠীর জন্য একটি মূল্যবান সম্পদ বিবেচিত হচ্ছে। স্থানীয় অধিবাসীরা তাদের পশুর পাল নিয়ে এখানে নিয়ন্ত্রিত পন্থায় ঢুকতে পারে। এখানে এখন এরাবিয়ান অরিক্স (কৃষ্ণসার মৃগ), বালি হরিণ ও এরাবিয়ান অস্ট্রিচ অবাধে বিচরণ করছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখানে যে সংরক্ষিত শিকার ক্ষেত্র রয়েছে, তা মোট বনাঞ্চলের মাত্র ২.১৮ শতাংশ এলাকা। বাছবিচারহীন পন্থায় শিকারের কোনোই সুযোগ নেই। যারা আইন ভাঙবে, তাদের জন্য তিন কোটি সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। অপরাধ গুরুতর হলে বাড়তি হিসেবে ১০ বছরের জেলও হতে পারে। সূত্র : এরাব নিউজ</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>