<p>নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাব্বি (২৭) গ্রেপ্তার হয়েছে। পুলিশ তাকে আদালতে পাঠালে আদালত জামিন মঞ্জুর করলে তিনি মুক্তি লাভ করেন।</p> <p>শনিবার (৪ জানুয়ারি) রাতে রাব্বি নিজেই তার মুক্তির সংবাদ নিশ্চিত করেন। এর আগে শনিবার টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তার জামিন দিলে তিনি মুক্ত হন।</p> <p>রাব্বি টঙ্গীর গোপালপুর পূর্বপাড়া এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।</p> <p>পুলিশ জানায়, গতকাল রাত থেকে টঙ্গীতে বিচ্ছিন্নভাবে নিষিদ্ধ ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা করছে বলে সংবাদ ছিল। সেই সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী ১৪৩/৩২৩/ ৩২৬/৩০৭ ধারায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি মুক্ত হন।</p> <p>টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, শুনেছি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। </p>