বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বহির্বিভাগের অনলাইন টিকিট প্রাপ্তি সহজীকরণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল আইসিটি সেলের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছে বিএসএমএমইউ প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান প্রমুখ।
গতকাল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে অ্যাপয়েনমেন্টসহ টিকিট প্রাপ্তি, অনলাইনে টিকিটের মূল্য প্রদান, রোগীর প্রয়োজন অনুযায়ী বিভাগ নির্ধারণ করে দেওয়াসহ এই সেবা কার্যক্রম সমপ্রসারণসহ সম্পূর্ণরূপে তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে।