দোহারে যত্রতত্র গাড়ি পার্কিং, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি

  • সড়ক দখল করে অবৈধ স্ট্যান্ড 
  • পথচারিদের ভোগান্তি চরমে
ফারুক আহমেদ, দোহার (ঢাকা)
ফারুক আহমেদ, দোহার (ঢাকা)
শেয়ার
দোহারে যত্রতত্র গাড়ি পার্কিং, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি
ছবি: কালের কণ্ঠ

ঢাকার দোহারে সড়ক দখল করে অবৈধ ভাবে গড়ে উঠেছে বাসস্ট্যান্ড। স্ট্যন্ডে যত্রতত্র বাস পার্কিং করায় পুরো সড়কজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ফলে চলতি রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বিপনী বিতানগুলোতে কেনাকাটা করতে আসা নারী-পুরুষরা পড়ছেন চরম ভোগান্তিতে।

স্থানীয়দের দাবির মুখে অবৈধ বাসস্যান্ড সরাতে বাস মালিকদের বেধেঁ দেওয়া এক মাস সময় অতিক্রম হলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাসস্ট্যান্ডের কার্যক্রম।

এতে সাধারণের মনে চরম ক্ষোভ বিরাজ করছে।

আরো পড়ুন

সাময়িক বরখাস্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

সাময়িক বরখাস্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া কালেমা চত্বরে এক যুগেরও বেশি সময় ধরে পৌরসভার চলাচলের প্রধান সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে জয়পাড়া পরিবহন ও ডিএনকে পরিবহনের বাসস্ট্যান্ড। সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধশতাধিক বাস, প্রাইভেটকার ও সিএনজি সড়কের পাশে স্ট্যান্ড করে রাখা হয়। জয়পাড়া এই স্ট্যান্ড থেকে গুলিস্তানগামী বাস যাতায়াত করে।

যাত্রী নিয়ে আবার নির্ধারিত স্থানে ফিরে এসে স্ট্যান্ডে সিরিয়ালে দাঁড়ায় বাস। ফলে দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরো পড়ুন

একদিনেই ঘুরে দেখা সম্ভব পৃথিবীর যে দেশ

একদিনেই ঘুরে দেখা সম্ভব পৃথিবীর যে দেশ

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়পাড়া কালেমা চত্বরে স্ট্যান্ড করা বাস গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়া মাত্র উপজেলার গেটে এসেই তীব্র জ্যামের মুখোমুখি হয়। কারণ বাসগুলোকে এই মোড়েই ইউটার্ন নিতে হয়।

এসময় সড়কের দুদিকে চলা পথচারিরা পড়েন বিপাকে। তখন এ যানজটের প্রভাব পড়ে থানার মোড়, জয়পাড়া বাজার, ওয়ান ব্যাংক মোড়, করমআলী মোড়সহ আশপাশের সব সড়কগুলোতে।

জয়পাড়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী রামিম বলেন, 'আমার বাড়ি বটিয়া এলাকায়। বাসা থেকে কালেমা চত্বর পর্যন্ত আসতে পারলেও যানজটের কারণে কলেজে যেতে প্রায় ৩০ মিনিট লেগে যায়। বাসস্ট্যান্ডটি এখান থেকে সরানোসহ রাস্তার দুইধারে ফুটপাত দখল করে থাকা অটো গাড়ি পার্কিং এবং রাস্তার দুইপাশের হকারদের সরিয়ে নিলে জয়পাড়া পূর্ব বাজারের যানজট কমে যাবে।

দোহারবাসীর একটাই দাবী জনবহুল এই স্থানটি থেকে বাসস্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে নেয়া হোক তাহলেই এ দুরাবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।'

আরো পড়ুন

চালের তালিকা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

চালের তালিকা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান আদনান বলেন, '৫ই আগষ্টের পর ইতোমধ্যে তিনজন ইউএনওর সঙ্গে বেশ কয়েকবার বাসস্ট্যান্ডটির সমস্যা নিয়ে সভা করেছি। আমরা বুঝানোর চেষ্টা করেছি বৃহত্তর জয়পাড়া বাজারের যানজটের অন্যতম কারণ হলো এই স্ট্যান্ড। স্ট্যান্ডটি সরানো নিয়ে একমাসের সময় বেঁধে দিলেও এখনো সরেনি। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই নির্দেশ বাস্তবায়নের উদ্যোগ নেবে প্রশাসন।'

এ ব্যাপারে ডিএন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাবিব বলেন, 'আমরা এক মাসের সময় চেয়েছি। এ মাসের মধ্যে আমরা বাসগুলো সরিয়ে নিব।'

আরো পড়ুন

‘ভয়ংকর ত্রাস’ জিয়াউলকে নিয়ে অজানা তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

‘ভয়ংকর ত্রাস’ জিয়াউলকে নিয়ে অজানা তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

 

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাব্বাসুম বলেন, 'আমরা তাদেরকে বাসস্ট্যান্ড সরিয়ে নিতে ১ মাসের সময় দিয়েছি। অমান্য করলে শীঘ্রই উচ্ছেদ করা হবে।'

মন্তব্য

সম্পর্কিত খবর

জুয়ার আসর বন্ধ করায় এনসিপির দুই নেতার ওপর হামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জুয়ার আসর বন্ধ করায় এনসিপির দুই নেতার ওপর হামলা
সংগৃহীত ছবি

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতা এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক খালিদ বিন সাঈদ ও সাঈদ স্বাধীন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে শহরের কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খালিদ ও স্বাধীন জানান, মাস দেড়েক আগে তারা রামুর চেইন্দা বসুন্ধরা এলাকায় একটি বাণিজ্য মেলায় চলমান জুয়ার আসর বন্ধ করেন।

তারা দাবি করেন, সেই ঘটনার প্রতিশোধ নিতেই মঙ্গলবার রাতে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় লাইট হাউজ এলাকার জামাল ও ফয়সাল নামে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে থানা ঘেরাও, অতঃপর...

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে থানা ঘেরাও, অতঃপর...
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্থানীয় যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তার সমর্থকরা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তার সমর্থকরা রাণীশংকৈল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁওয়ের বাসিন্দা মমতাজ আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে প্রধান আসামি করা হয়। এছাড়াও আরো দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়েছে। মামলায় মারপিট, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন
রায় শুনে ‘অজ্ঞান হয়ে যান’ মালেকের স্ত্রী

রায় শুনে ‘অজ্ঞান হয়ে যান’ মালেকের স্ত্রী

 

পুলিশ সূত্রে জানা যায়, মামলার পরপরই অভিযান চালিয়ে বুধবার ভোররাতে প্রধান অভিযুক্ত মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

মতির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীরা বেলা বাড়ার সাথে সাথে থানার সামনে জড়ো হতে শুরু করে এবং এক পর্যায়ে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তারা গ্রেপ্তারকৃত মতিউরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান। তিনি মাইকে বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান।

তবে আওয়ামী সমর্থকরা তার আহ্বানে কর্ণপাত না করে বিক্ষোভ অব্যাহত রাখে।

ইউএনও শাফিউল মাজলুবিন রহমান বলেন, ‘থানা ঘেরাওয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সেখানে যাই। প্রায় আধা ঘণ্টা ধরে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করি। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।’

ওসি আরশেদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

কসবায় বিদ্যুৎস্পর্শে চাচা-ভাজিতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
কসবায় বিদ্যুৎস্পর্শে চাচা-ভাজিতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৈদ্যুতিক মটর বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—গোপীনাথপুর গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও তার ছোট ভাই আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার কাজ করছিলেন চাচা-ভাতিজা।

ডোবা থেকে পানি সেচের জন্য একটি বৈদ্যুতিক মটর লাগিয়ে ছিলেন তারা। দুপুরের দিকে মটর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানবশত তারা বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
 

মন্তব্য

চরভদ্রাসন সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
চরভদ্রাসন সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
সংগৃহীত ছবি

দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে সাবরেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপসহকারী পরিচালক মো. কামরুল হাসানের নেতৃত্বে একটি দল।

অভিযানকালে সিটিজেন চার্টার না থাকাসহ নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়। সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর পাঠানো হবে বলে জানান দুদক কর্মকর্তা।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপসহকারী পরিচালক মো. কামরুল হাসান জানান, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক চরভদ্রাসন উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সিটিজেন চার্টার পাওয়া যায়নি। এছাড়া অনিয়মের কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর পাঠানো হবে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ