ঢাকার দোহারে সড়ক দখল করে অবৈধ ভাবে গড়ে উঠেছে বাসস্ট্যান্ড। স্ট্যন্ডে যত্রতত্র বাস পার্কিং করায় পুরো সড়কজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ফলে চলতি রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বিপনী বিতানগুলোতে কেনাকাটা করতে আসা নারী-পুরুষরা পড়ছেন চরম ভোগান্তিতে।
স্থানীয়দের দাবির মুখে অবৈধ বাসস্যান্ড সরাতে বাস মালিকদের বেধেঁ দেওয়া এক মাস সময় অতিক্রম হলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাসস্ট্যান্ডের কার্যক্রম।
এতে সাধারণের মনে চরম ক্ষোভ বিরাজ করছে।
আরো পড়ুন
সাময়িক বরখাস্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া কালেমা চত্বরে এক যুগেরও বেশি সময় ধরে পৌরসভার চলাচলের প্রধান সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে জয়পাড়া পরিবহন ও ডিএনকে পরিবহনের বাসস্ট্যান্ড। সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধশতাধিক বাস, প্রাইভেটকার ও সিএনজি সড়কের পাশে স্ট্যান্ড করে রাখা হয়। জয়পাড়া এই স্ট্যান্ড থেকে গুলিস্তানগামী বাস যাতায়াত করে।
যাত্রী নিয়ে আবার নির্ধারিত স্থানে ফিরে এসে স্ট্যান্ডে সিরিয়ালে দাঁড়ায় বাস। ফলে দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আরো পড়ুন
একদিনেই ঘুরে দেখা সম্ভব পৃথিবীর যে দেশ
সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়পাড়া কালেমা চত্বরে স্ট্যান্ড করা বাস গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়া মাত্র উপজেলার গেটে এসেই তীব্র জ্যামের মুখোমুখি হয়। কারণ বাসগুলোকে এই মোড়েই ইউটার্ন নিতে হয়।
এসময় সড়কের দুদিকে চলা পথচারিরা পড়েন বিপাকে। তখন এ যানজটের প্রভাব পড়ে থানার মোড়, জয়পাড়া বাজার, ওয়ান ব্যাংক মোড়, করমআলী মোড়সহ আশপাশের সব সড়কগুলোতে।
জয়পাড়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী রামিম বলেন, 'আমার বাড়ি বটিয়া এলাকায়। বাসা থেকে কালেমা চত্বর পর্যন্ত আসতে পারলেও যানজটের কারণে কলেজে যেতে প্রায় ৩০ মিনিট লেগে যায়। বাসস্ট্যান্ডটি এখান থেকে সরানোসহ রাস্তার দুইধারে ফুটপাত দখল করে থাকা অটো গাড়ি পার্কিং এবং রাস্তার দুইপাশের হকারদের সরিয়ে নিলে জয়পাড়া পূর্ব বাজারের যানজট কমে যাবে।
দোহারবাসীর একটাই দাবী জনবহুল এই স্থানটি থেকে বাসস্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে নেয়া হোক তাহলেই এ দুরাবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।'
আরো পড়ুন
চালের তালিকা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান আদনান বলেন, '৫ই আগষ্টের পর ইতোমধ্যে তিনজন ইউএনওর সঙ্গে বেশ কয়েকবার বাসস্ট্যান্ডটির সমস্যা নিয়ে সভা করেছি। আমরা বুঝানোর চেষ্টা করেছি বৃহত্তর জয়পাড়া বাজারের যানজটের অন্যতম কারণ হলো এই স্ট্যান্ড। স্ট্যান্ডটি সরানো নিয়ে একমাসের সময় বেঁধে দিলেও এখনো সরেনি। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই নির্দেশ বাস্তবায়নের উদ্যোগ নেবে প্রশাসন।'
এ ব্যাপারে ডিএন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাবিব বলেন, 'আমরা এক মাসের সময় চেয়েছি। এ মাসের মধ্যে আমরা বাসগুলো সরিয়ে নিব।'
আরো পড়ুন
‘ভয়ংকর ত্রাস’ জিয়াউলকে নিয়ে অজানা তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাব্বাসুম বলেন, 'আমরা তাদেরকে বাসস্ট্যান্ড সরিয়ে নিতে ১ মাসের সময় দিয়েছি। অমান্য করলে শীঘ্রই উচ্ছেদ করা হবে।'