<p>চীনের উত্তরাঞ্চলে একটি সবজির বাজারে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।</p> <p>ঝাংজিয়াকু শহরের ছিয়াওশি জেলার প্রশাসন বলেছে, ‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের জীবন বর্তমানে ঝুঁকিমুক্ত।’</p> <p>বেইজিংয়ের উত্তর-পশ্চিমে অবস্থিত শহরটির লিগুয়াং বাজারে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে আগুন লাগে, যা সকাল ১০টার পর নিভিয়ে ফেলা হয় বলে জেলা প্রশাসন জানিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।</p> <p>চীনে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে, যার প্রধান কারণ হিসেবে শিথিল ভবন নির্মাণ বিধি ও কর্মস্থলে নিরাপত্তাব্যবস্থার অবহেলাকে দায়ী করা হয়। গত অক্টোবরে গুরুত্বপূর্ণ শহর চেংডুতে এক অগ্নিকাণ্ডে ২৪ জন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল। এর আগে জুলাই মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিগংয়ের একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছিল।</p> <p>সূত্র : এএফপি</p>