<p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে বৃহৎ পরিসরে সঠিকভাবে কাজ করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) অধিদপ্তরে রূপান্তর করা হবে।</p> <p style="text-align:justify">আজ সোমবার ঢাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত দুই দিনব্যাপী উপপরিচালক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।</p> <p style="text-align:justify">আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের গ্রামীণ-প্রান্তিক জনগোষ্ঠীসহ আপামর জনসাধারণের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবির ভূমিকা অন্যতম পরিলক্ষিত হয়; এ ক্ষেত্রে বিআরডিবিকে শক্তিশালী করতে অধিদপ্তরে পরিণত করার যথাযথ দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p> <p style="text-align:justify">উপদেষ্টা বলেন, ‘বিআরডিবির দাপ্তরিক কার্যক্রমে আরো অধিক গতিশীলতা আনয়ন করতে হবে।’ শূন্য পদগুলো পূরণ এবং পদোন্নতিযোগ্য পদগুলোতে দ্রুত পদোন্নতি প্রদান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি।</p> <p style="text-align:justify">চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং প্রস্তাবিত চারটি প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপদেষ্টা।</p> <p style="text-align:justify">গ্রামীণ মানুষকে ঋণ সহায়তা প্রদান ও অধিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিআরডিবির সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।</p> <p style="text-align:justify">প্রধান উপদেষ্টার ‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়নে এবং গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে সকল কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।</p> <p style="text-align:justify">‘বিআরডিবির অঙ্গীকার, উন্নত আত্ননির্ভরশীল পল্লী গড়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিআরডিবির মহাপরিচালক আ. গাফফার খানের সভাপতিত্বে বিআরডিবির পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন যুগ্ম পরিচালক ফারুক আহমেদ জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মোখলেছুর রহমান। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।</p>