<p>ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের মুখোমুখি বহুবারই হয়েছে বাংলাদেশ। তবে কখনো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ক্যারিবিয়ান সফরে যাননি নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা। এবার সেই অপেক্ষা ফুরাচ্ছে। </p> <p>প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ নারী দল। ঐতিহাসিক সফরের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে যথারীতি থাকছেন জ্যোতি। ডেপুটি হিসেবে পাচ্ছেন বাঁহাতি স্পিনার নাহিদাকে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ ওয়েস্ট ইন্ডিজের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735913089-6f350ff7c5487e305454a4af1d42c261.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ ওয়েস্ট ইন্ডিজের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/03/1464537" target="_blank"> </a></div> </div> <p>প্রতিপক্ষের মাঠে একবারই খেলার সুযোগ পেয়েছেন জ্যোতি-সোবহানা মোস্তারিরা। সেই ম্যাচটি ছিল ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। গায়ানার প্রোভিডেন্সে সেদিন সালমা খাতুনের দল ক্যারিবিয়ানদের কাছে ৬০ রানে হেরেছিল। এবার তার প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন জ্যোতিরা।</p> <p>ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজটি খেলতে নিগার সুলতানা জ্যোতিরা ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে। আগামী ১৯ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। বাকি দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি। ওয়ানডে সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী বছর ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে এই পয়েন্ট কাজে লাগবে দুই দলের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের চারে চার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736161424-436bcefa36a9250e5820a465128ca463.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের চারে চার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/06/1465662" target="_blank"> </a></div> </div> <p>তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষেই টি-টোয়েন্টি শুরু হবে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি ২৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৩১ জানুয়ারি। দ্বিতীয়টি ম্যাচটি হবে ২৯ জানুয়ারি। সীমিত ওভারের সব ম্যাচই হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।</p> <p><strong>বাংলাদেশ দল :</strong></p> <p>নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।</p>