<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাত পৌনে ১২টার দিকে খালেদা জিয়াকে বহনকারী বিমান লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাসভবন থেকে রওনা হওয়ার পর সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যাডাম বাসা থেকে রওনা হয়েছেন। তিনি আপনাদের মাধ্যমে দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাত সোয়া ৮টায় বিএনপিপ্রধানকে বহনকারী গাড়ি গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়। রাত ১১টায় গাড়িবহর বিমানবন্দরে পৌঁছে। এ সময় রাস্তায় নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড় ঠেলে বিমানবন্দরে পৌঁছতে বেশ বেগ পেতে হয়। বিমানবন্দর যাওয়ার পথে দলের অগণিত নেতাকর্মী ও সমর্থক তাঁকে বিদায়ি শুভেচ্ছা জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাসা থেকে বের হয়ে আড়াই ঘণ্টার বেশি সময় পর রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছেন বিএনপির নেত্রী। ১১টা ১০ মিনিটে তিনি এয়ার অ্যাম্বুল্যান্সে ওঠেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়াকে বিদায় জানিয়ে বিমানবন্দরে থেকে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে বিনা অপরাধে মিথ্যা মামলায় সাজা দিয়ে ছয় বছর আটক করে রেখেছিল। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছে বারবার তাঁর উন্নত চিকিৎসার আবেদন জানালেও তারা কোনো কথাতেই কর্ণপাত করেনি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মুক্ত হয়ে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় এক ঘণ্টা বিরতি দিয়ে আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় হিথরো বিমানবন্দরে অবতরণ করবেন খালেদা জিয়া। বিমানবন্দরে তাঁকে ভিআইপি প্রটোকল দেবে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়াকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা। এ ছাড়া বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। হিথরো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুল্যান্সযোগে খালেদা জিয়াকে সরাসরি পশ্চিম লন্ডনের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লন্ডন ক্লিনিক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের একটি প্রাইভেট চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাঁর চিকিৎসা শুরু হবে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১ সালের নভেম্বরে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বারবার আবেদন করা হয়েছিল; কিন্তু বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি তৎকালীন সরকার। ওই সময় কয়েকবার তিনি জীবন-মৃত্যুর মুখোমুখি হন। একাধিকবার তাঁর মৃত্যুর গুজবও ছড়ায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়া মুক্তি পান। একই সঙ্গে তাঁর উন্নত চিকিৎসার প্রস্তুতি শুরু করে দলটি। শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার বিদেশ যাওয়ার তারিখ পরিবর্তন করা হয়। খালেদা জিয়ার এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়াকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রাতে দেশ ছাড়ার আগে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন খালেদা জিয়া। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার পাশাপাশি কয়েক হাজার নেতাকর্মী খালেদা জিয়ার গাড়িবহরকে গুলশানের বাসা থেকে এসকর্ট করে বিমানবন্দরে পৌঁছে দেন। পথে গাড়িবহরের সঙ্গে যুক্ত হন হাজার হাজার নেতাকর্মী। পুরো সড়ক স্লোগানে স্লোগানে মুখরিত ছিল। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর গুলশান-২ নম্বর, কাকলী, খিলক্ষেত হয়ে বিমানবন্দরে পৌঁছার সময় সড়কের মোড়ে মোড়ে তাঁরা হাত নাড়িয়ে বিদায়ি শুভেচ্ছা জানান। বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা বেগম জিয়াকে বিদায় জানান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদায় জানানোর সময় জনদুর্ভোগ এড়াতে ঢাকা মহানগর বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগেই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে দুর্ভোগ এড়ানো যায়নি। বিএনপি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু নেতাকর্মীদের অনেকে রাস্তায় নেমে আসেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ একটি প্রতিনিধিদল লন্ডনে গেছে। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলী রহমান সিঁথি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যক্তিগত চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. সাহাবুদ্দিন তালুকদার, নুর উদ্দিন আহমদ, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী একান্ত সচিব মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এস এম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, লন্ডন ক্লিনিক পুরনো ঐতিহ্যবাহী হসপিটাল। সেই হসপিটালে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাঁকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, লন্ডনের হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টের সুবিধা আছে। এ বিষয়ে সেখানকার চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসক এ জেড এম জাহিদ আরো জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে লন্ডনে যাওয়ার জন্য রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে রাজকীয় কাতারের চারজন চিকিৎসক ও প্যারামেডিকরা রয়েছেন ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে খালেদা জিয়াকে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। তখন থেকে ছয় মাস পর পর তাঁর সাজা স্থগিত করার মেয়াদ বাড়ানো হচ্ছিল। এমন অবস্থায় ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া স্থায়ী মুক্তি পান। এর পর থেকে তাঁকে বিদেশ নেওয়ার প্রস্তুতি শুরু করে বিএনপি।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজন হলে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও যেতে পারেন খালেদা জিয়া। ফেরার পথে ওমরাহ করার আগ্রহ রয়েছে তাঁর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><img alt="লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11. january/08-01-2025/15_kaler-kantho--8-1-2025.jpg" width="1000" /></p> <p style="text-align:justify">লন্ডন যেতে গতকাল রাতে রাজধানীর গুলশানের বাসভবন থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় এয়ারপোর্ট রোডে তীব্র যানজট হয়। ছবি : কালের কণ্ঠ</p>