<p style="text-align:justify">পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন বিচারক।</p> <p style="text-align:justify">সোমবার (৬ জানুয়ারি) বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচার মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন।</p> <p style="text-align:justify">এর আগে বিকেল ৪টার দিকে তাকে কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে আদালতে নেওয়া হয়। সেখানে শামসুল হক টুকুর জামিন আবেদন জানান তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।</p> <p style="text-align:justify">বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লার ব্যবসায়ী মির্জা মেহেদি হাসান বাদী হয়ে গত বছরের ১ নভেম্বর পাবনার আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তার ভাই সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন, টুকুর ছেলে সাবেক পৌর মেয়র আসিফ শামস রঞ্জনসহ ১১ জনকে আসামি করা হয়।</p> <p style="text-align:justify">মামলার এজাহারে বলা হয়েছে ২০১৪ সালের ৬ মে অভিযুক্ত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ অন্যরা ব্যবসায়ী মির্জা মেহেদি হাসানের মার্কেট, জমি দখলসহ চাঁদাবাজি করেছিলেন।</p> <p style="text-align:justify">তা ছাড়া দেশের পটপরিবর্তনের পরও গত বছরের ১০ ও ১২ সেপ্টেম্বর টুকুর দোসররা একইভাবে চাঁদা দাবিসহ ওই জমিতে যেতে দেননি। আদালত মামলাটি আমলে নিয়ে বেড়া থানাকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে গত বছরের ২৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।</p>