<p>ঝিনাইদহ সদরে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাত ১২টার দিকে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।</p> <p>আটকরা হলেন শৈলকূপা উপজেলার ফুলহরি গ্রামের চুন্নু মিয়ার ছেলে দ্বীন মোহাম্মদ মোহাম্মদ, ভগবান নগর গ্রামের মন্টু বিশ্বাস ছেলে হৃদয় বিশ্বাস ও সদর উপজেলার মহামায়া গ্রামের কওছার মণ্ডলের ছেলে আশরাফুল ইসলাম।</p> <p>স্থানীয়রা জানায়, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়াভাবে চাঁদাবাজি করছিলেন। বিষয়টি বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পে জানালে গ্রামবাসীকে পাহারা বসানোর পরামর্শ দেয় তারা। সোমবার রাতে কামতা গ্রামের মিন্টু, আবুল হোসেন ও কেরানীর বাড়িতে চাঁদার জন্য হানা দেয় চাঁদাবাজরা। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামের মানুষ তাদের ঘিরে ফেলে।</p> <p>তারা আরো জানায়, চাঁদাবাজরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই রাতে তাদের ধরার জন্য ওত পেতে থাকে স্থানীয়রা। চাঁদাবাজরা আবারো গ্রামে প্রবেশ করার চেষ্টা করলে তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে তারা।</p> <p>স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর একটি সংঘবদ্ধ চক্র সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেপরোয়াভাবে চাঁদাবাজি করলেও পুলিশের পক্ষ থেকে তারা কোনো সহায়তা পাচ্ছেন না।</p> <p>ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।</p>