<p>না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিনগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন  মারা যান তিনি। আজ দুপুরে অভিনেত্রীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে বিএফডিসিতে। যেখানে তাকে শ্রদ্ধা জানিয়েছে বিনোদন অঙ্গনের ব্যক্তিত্বরা। জানা গেছে, বনানীতে দাফন করা হবে অভিনেত্রীর লাশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএফডিসিতে অঞ্জনার প্রথম জানাজা সম্পন্ন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735978572-93e15c0bf62683d8bdfac34ef8fd7fcd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএফডিসিতে অঞ্জনার প্রথম জানাজা সম্পন্ন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/04/1464780" target="_blank"> </a></div> </div> <p>ঢাকায় এক সংস্কৃতিমনা হিন্দু পরিবারে অঞ্জনার জন্ম। ছোটবেলা থেকে নাচের প্রতি তার আগ্রহের কারণে বাবা-মা তাকে নাচ শিখতে ভারতে পাঠান। সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরালালের কাছে নাচের তালিম নেন, শেখেন কত্থক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মাত্র চার বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে অঞ্জনার আত্মপ্রকাশ ঘটে। এরপর আর থেমে থাকেননি। নৃত্যশিল্পী হিসেবে ছোট থেকেই বিভিন্ন অনুষ্ঠানে পারফরম করেছেন। সাদাকালো থেকে রঙিন বাংলা চলচ্চিত্রের সাক্ষী গুণী এই অভিনেত্রী। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় তিন শতাধিক সিনেমাতে কাজ করেছেন একজন অঞ্জনা। সিনেমায় আসার আগেই অঞ্জনা পরিচিতি পান নৃত্যশিল্পী হিসেবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আইসিইউতে ভর্তি অভিনেতা ফারহান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735983102-43050113ce09d475477e336f4743ed68.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আইসিইউতে ভর্তি অভিনেতা ফারহান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/04/1464803" target="_blank"> </a></div> </div> <p>ক্যারিয়ারের শুরুতে অঞ্জনার নাম ছিল অঞ্জনা সাহা। বিয়ের কারণে নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন এই চিত্রনায়িকা। অঞ্জনা বিয়ে করেন পরিচালক আজিজুর রহমান বুলিকে। তাদের বিচ্ছেদও হয়ে যায়। দেশের একটি টেলিভিশন চ্যানেলকে নিজের নাম পরিবর্তনের ব্যাপারে ২০২৩ সালের অক্টোবরে অঞ্জনা জানিয়েছিলেন, ‘আমার বিয়ের পর নামের সঙ্গে রহমান যুক্ত হয়েছে। সেটা এখনো আছে। আমি সাহা পরিবারের, হিন্দু ছিলাম আমি।’ </p> <p>যে বিয়ের কারণে নাম পরিবর্তন সেই বিয়ে না টেকার পরও একই নামে থাকার কারণ হিসেবে নায়িকার ভাষ্য, ‘বিয়ে না টিকুক। যেহেতু আমি ধর্ম পরিবর্তন করে ফেলেছি, আর পেছনে যাওয়া যাবে না।’ সেই সাক্ষাৎকারে নিয়মিত নামাজ-রোজা করার কথাও জানিয়েছিলেন এই চিত্রনায়িকা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এফডিসিতে শেষ শ্রদ্ধা, বনানীতে দাফন হবে অঞ্জনার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735964132-622b80cc67eacef586423fcaec6ebc3e.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এফডিসিতে শেষ শ্রদ্ধা, বনানীতে দাফন হবে অঞ্জনার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/04/1464742" target="_blank"> </a></div> </div> <p>অঞ্জনার অভিনয়জীবন শুরু হয় ১৯৭৬ সালে। বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। তবে অঞ্জনা অভিনীত ও একই বছর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘দস্যু বনহুর’। ছবিতে তার নায়ক ছিলেন সোহেল রানা। এরপর টানা কাজ করেছেন অঞ্জনা। একে একে অভিনয় করেন ‘মাটির মায়া’, ‘অশিক্ষিত’, ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘জিঞ্জির’, ‘অংশীদার’ ,‘আনারকলি’, ‘বিচারপতি’, ‘আলাদীন আলীবাবা সিন্দাবাদ’, ‘অভিযান’, ‘মহান’ ও ‘রাজার রাজা’, ‘বিস্ফোরণ’, ‘ফুলেশ্বরী’, ‘রাম রহিম জন’, ‘নাগিনা’, ‘পরীণিতা’ ইত্যাদি বাণিজ্যিক সফল সিনেমায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারত-পাকিস্তানসহ নয় দেশের একাধিক ভাষায় অঞ্জনার ছবির রেকর্ড" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735971398-e07e50f5ab6b503e9985fd043a16751a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারত-পাকিস্তানসহ ৯ দেশের একাধিক ভাষায় অঞ্জনার ছবির রেকর্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/04/1464756" target="_blank"> </a></div> </div> <p>অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাচসাস পুরস্কার পেয়েছেন কয়েকবার। নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি।</p>