<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী গড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তেজগাঁও থানার সিনিয়র সহসভাপতি মো. আবুল হাসান দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁর জবানবন্দি রেকর্ড করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিন রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আবুল হাসান ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁর জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এর আগে গত শুক্রবার রাজধানীর মনিপুরিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></p>