<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর ধানমণ্ডিতে দোকানে ১৫৯ ভরি   সোনা চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে শনাক্ত করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে পুলিশ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে, গত শুক্রবার দুপুরে সীমান্ত স্কয়ার শপিং মলের সোনার দোকানের শাটার বন্ধ করে দোকানিরা জুমার নামাজে যান। এর পরপরই ৯ জন দোকানের সামনে আসে। তাদের মধ্যে সাতজন মাস্ক পরা ছিল। এ সময় একজন নিজের শরীরের চাদর মেলে ধরে দোকানের শাটার ঢেকে ফেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদাবরে ৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদাবরের একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার, রুপার অলংকার ও টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা যায়, মামলার বাদী বাবলী সরকার গত ২৮ ডিসেম্বর বাসায় তালা দিয়ে তাঁর মায়ের চিকিৎসা শেষে তিনি সেখান থেকে তাঁর দাদার বাড়ি সাভারে যান। ৩০ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে ফিরে দেখেন বাসার দরজার তালা ভাঙা ও দরজা খোলা।</span></span></span></span></p>