<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে চলতি বছর ১১ জন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৬৭ জনের চিকুনগুনিয়া ভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর। মহাপরিচালক জানান, জিকা ও চিকুনগুনিয়া আক্রান্তের বেশির ভাগ রোগী </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার বাসিন্দা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। ডেঙ্গু ভাইরাস শনাক্ত করতে গিয়ে এই দুটি ভাইরাসের রোগী মিলেছে। জিকা ও চিকুনগুনিয়ায় মৃত্যুর হার কম। তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর বেসরকারি হাসপাতালেও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে হাসপাতালগুলো। নভেম্বরের প্রথম ২৭ দিনে বেসরকারি স্কয়ার হাসপাতালে ৩১৪ জন রোগী চিকুনগুনিয়ার চিকিৎসা নিয়েছে।</span></span></span></span></span></p>