<p>বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন ময়মনসিংহ জেলা উত্তরের সদস্য ও গৌরীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তায়েবুর রহমান হিরণ। মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রেস ক্লাব মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। </p> <p>লিখিত বক্তব্যে হিরণ জানান, তিনি গৌরীপুর উপজেলা ১ নম্বর মাইলাকান্দা ইউনিয়ন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। বিএনপির নেতা হওয়ায় তিনি ১৭ বছর ধরে ব্যাপক নির্যাতন, অত্যাচার ও জেল-জুলুমের শিকার হয়েছেন। এ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গৌরীপুরের বাসিন্দা ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন। এর মধ্যে ৬ জানুয়ারি ইকবালের নিজের ইউনিয়ন সিদলার বালিয়াপাড়া গ্রামে এক অনুষ্ঠানে যাওয়ার সময় নিজের দলের কোন্দলের কারণে হামলার শিকার হন। </p> <p>প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় একটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়। আহত হয় কমপক্ষে ১৫ জন। কিন্তু এই ঘটনা ধামাচাপা দিতে ইঞ্জিনিয়ার ইকবাল তাকে জড়িয়ে মিথ্যা অপবাদ ছড়িয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেই সঙ্গে দলে কোন্দলের বহিঃপ্রকাশ ঘটছে। এতে যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে।</p>