<p>মার্কিন বহুজাতিক প্রযুক্তিভিত্তিক কম্পানি মেটা সোমবার পরিচালনা পর্ষদে নতুন তিনজনকে নিয়োগ দিয়েছে। যার মাঝে আছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ডানা হোয়াইট।</p> <p>কয়েক দিন পরই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্বভার নিতে যাচ্ছেন, এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনের কাছাকাছি যেতে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সান ফ্রান্সিসকোতে তিনজন পরিচালকের নাম ঘোষণা করলেন।</p> <p>আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রধান ডানা হোয়াইট দুই দশক ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ। বাকি দুজন নতুন বোর্ড মেম্বার হলেন এক্সের সিইও জন এলকান ও মাইক্রোসফটের সাবেক নির্বাহী শার্লি সংহাস্ট। ইতালির শিল্পপতি পরিবার অ্যাগনেলির উত্তরসূরি এলকান শীর্ষ গাড়ি নির্মাতা স্টেলান্টিস ও ফেরারির নির্বাহী চেয়ারম্যান। এখন মেটার পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা বেড়ে ১৩-তে দাঁড়াবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাম্পের মিত্র ইলন মাস্ককে নিয়ে উদ্বিগ্ন কিছু দেশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736171173-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাম্পের মিত্র ইলন মাস্ককে নিয়ে উদ্বিগ্ন কিছু দেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/06/1465730" target="_blank"> </a></div> </div> <p>হোয়াইট বলেন, ‘পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার বিষয়ে আমি কখনো আগ্রহী ছিলাম না, তবে মেটা থেকে প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত বদলাই। আমি বিশ্বাস করি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তাই ভবিষ্যৎ।’</p> <p>অন্যদিকে জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, ‘ডানা, জন ও শার্লির বিশেষজ্ঞ দৃষ্টিভঙ্গি আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিধানযোগ্য প্রযুক্তি ভবিষ্যৎ জনসংযোগের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে সহায়তা করবে।’</p> <p>এর আগে সাবেক ব্রিটিশ ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্লেগকে সরিয়ে গত সপ্তাহে মেটা রিপাবলিকান স্টলওয়ার্ট জোয়েল কাপলানকে তার প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে ঘোষণা করেছেন। এ ছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে জাকারবার্গ ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন এবং গত নভেম্বরে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে নৈশভোজে অংশ নিয়েছেন।</p> <p>ক্যাপিটল হিলে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ২০২১ সালে ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট দুই বছরের জন্য বাতিল করেছিল। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পও ফেসবুক ও জাকারবার্গের কড়া সমালোচনা করছেন, এই বলে যে ফেসবুক রিপাবলিকানদের বিরুদ্ধে।</p> <p>সূত্র : এএফপি</p>