<p>রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানার পুলিশ।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন সুজন (৩৪), মোজাহিদ ওরফে রকি (২৮), মো. অনিক (২২) ও মো. বিল্লাল হাওলাদার (২৮)।</p> <p>সোমবার (৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রবিবার রাত সাড়ে ১০টায় তাঁদের গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। </p> <p>পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, ছিনতাই করার উদ্দেশ্যে ওই স্থানে দুষ্কৃতকারীদের অবস্থানের সংবাদ পেয়ে পুলিশি অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের হেফাজত থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে। </p> <p>সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারীচক্রের সক্রিয় সদস্য। তাঁরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় ছিনতাই করার উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিলেন মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ডিএমপির বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে।</p>