আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে একসময় ব্যবসায়ী গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বাকি ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা পর্ষদ।