মেসির অনুজ্জ্বল দিনে হেরেছে মায়ামি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মেসির অনুজ্জ্বল দিনে হেরেছে মায়ামি
দলের হার এড়াতে পারেননি মেসি। ছবি : এএফপি

চোট কাটিয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে বদলি নেমেই ইন্টার মায়ামির জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। কিন্তু আজ পুরো ৯০ মিনিট খেলেও দলকে জয় এনে দিতে পারেননি দলের অধিনায়ক।

উল্টো অধিনায়ক মেসির অনুজ্জ্বল দিনে হার দেখেছে মায়ামি। কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ১-০ গোলের হার দেখেছে মায়ামি।

৫৭ মিনিটে জয়সূচক গোলটি করেছেন নাতান ওর্দাজ। গোলটিও ছিল দেখার মতো। ২৪ গজ দূর থেকে দর্শনীয় এক শটে বলকে জালে জড়ান ২১ বছর বয়সী মার্কিন ফরোয়ার্ড। ৬ মিনিট পর ব্যবধানটা আরো বাড়তে পারত।

আরো পড়ুন
‘এল ক্ল্যাসিকোর’ ফাইনালে ওঠার পর কোয়াড্রপলের স্বপ্ন দেখছে বার্সা

‘এল ক্ল্যাসিকোর’ ফাইনালে ওঠার পর কোয়াড্রপলের স্বপ্ন দেখছে বার্সা

 

তবে টিমেথি টিলম্যানের নিশ্চিত গোল গোল লাইন থেকে বাঁচিয়ে দেন মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। অন্যথা, মায়ামির হারটি ২-০ হতে পারত। এতে অপরাজিত থাকার যাত্রাটা থেমে গেল কোচ হাভিয়ের মাচেরানোর। ১০তম ম্যাচে এসে হার দেখলেন আর্জেন্টিনার কোচ।

পুরো ম্যাচে তিনটি ফ্রিক নেওয়ার সুযোগ পান মেসি। তাতে অবশ্য দলকে সমতায় ফেরাতে পারেননি আটবারের ব্যালন ডি’অর জয়ী। দুটি বারের ওপর দিয়ে মারেন। আরেকটি সরাসরি প্রতিপক্ষের গোলরক্ষক হুগো লরিসের হাতে যায়। শেষ দিকে একক ঝলকে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন মেসি।

আরো পড়ুন
আমাদের মানসিকতা বদলে গেছে

আমাদের মানসিকতা বদলে গেছে

 

তবে মেসির নেওয়া বাঁ পায়ের শটটিতে জোর না থাকায় ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী গোলরক্ষক লরিসের বলটা তালুবন্দী করতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। মেসির মতো অন্যরাও নিষ্প্রভ থাকায় ম্যাচ শেষে হারই সঙ্গী হয়েছে মায়ামির। সেমিফাইনালে ওঠার আশা অবশ্য এখনো শেষ হয়ে যায়নি তাদের। আগামী রোববার দ্বিতীয় লেগে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে জয় পেলেই শেষ চারে যাওয়ার সুযোগ পাবেন মেসিরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

১৫ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড পারভেজ ইমনের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
১৫ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড পারভেজ ইমনের
১৫ বলে ফিফটি করে রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন।

১৫ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে না লিখিয়েছেন পারভেজ হোসেন ইমন। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর ওপেনার ইমন ১৫ বলে ফিফটি করেন পারভেজ। পরে ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করেন এই টাইগার ব্যাটার।

সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডটি আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮ বলে ফিফটি আছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেন ফরহাদ।

চার বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগের লিস্ট ‘এ’ সংস্করণে হাবিবুরও করেন ১৮ বলে ফিফটি। 

বিকেএসপিতে আজ রবিবার শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬ দশমিক ৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।

ছোট লক্ষ্যে পারভেজের টর্নেডো ব্যাটিংয়ে ৪০ বলে ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আরেক ওপেনার জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

মন্তব্য

বুমরাহ দলে ফেরায় মুম্বাইয়ের হুংকার, ‘লায়ন ইজ ব্যাক’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বুমরাহ দলে ফেরায় মুম্বাইয়ের হুংকার, ‘লায়ন ইজ ব্যাক’
জাসপ্রীত বুমরাহ। ছবি : বিসিসিআই

পিঠের চোট কাটিয়ে মুম্বাই ইন্ডিয়ানস দলে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ। রবিবার সকালে মুম্বাই ইন্ডিয়ানস শিবিরে যোগ দেন তিনি। আইপিএলের মৌসুমের বাকি অংশ খেলবেন ৩১ বছর বয়সী এই পেসার। 

ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের মেডিক্যাল টিমের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই দলে যোগ দিয়েছেন বুমরাহ।

ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) তাকে খেলার অনুমতি দিয়েছে। চোট সেরে ফেরা বুমরাহের মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলতে আর কোনো বাধা নেই।

আজ ৬ই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে বুমরাহর ফিরে আসার বার্তা দেয়। ভিডিওর শেষে বলা হয়েছে দ্য লায়ন ইজ ব্যাক।

ফিরে এসেছে জঙ্গলের রাজা। সেই সিংহ-ই জাসপ্রীত বুমরাহ। 

দলের সঙ্গে যোগ দিলেও সোমবার  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বুমরাহর। মুম্বাই ইন্ডিয়ানসের সাপোর্ট স্টাফ ও কোচ মাহেলা জয়াবর্ধনে বুমরাহর অবস্থা বুঝে তাকে খেলানোর সিদ্ধান্ত নেবেন।

পরের রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো ফিরতে পারেন তিনি।

বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফি। আইপিএলের শুরুর ম্যাচগুলিতেও দর্শক হয়ে থাকতে হয় তাকে। অবশেষে এখন তিনি মাঠে ফেরার কাছাকাছি।

মন্তব্য

ভিনিসিয়ুসের পেনাল্টি ঠেকিয়ে বাজির টাকা পাননি ভ্যালেন্সিয়া গোলকিপার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ভিনিসিয়ুসের পেনাল্টি ঠেকিয়ে বাজির টাকা পাননি ভ্যালেন্সিয়া গোলকিপার
ছবি : এএফপি ও এক্স

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। ম্যাচে ভ্যালেন্সিয়ার জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি। ভিনিসিয়ুসের সঙ্গে বাজি ধরে তারই পেনাল্টি ঠেকিয়েছেন জর্জিয়ান এই গোলরক্ষক। 

লা লিগার ম্যাচে শনিবার কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ।

শট নিতে এগিয়ে যান ভিনিসিয়ুস। তার দুর্বল শট অনায়াসেই ঠেকিয়ে দেন মামারদাশভিলি গত মাসের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ভিনি। 

ম্যাচের পর মামারদাশভিলি সাংবাদিকদের শোনালের ভিনিসিয়ুসের সঙ্গে সেই বাজির গল্প।  ‘ভিনিসিয়ুসের সঙ্গে ৫০ ইউরোর একটা বাজি ধরেছিলাম।

পেনাল্টির ঠিক আগে আমি ভিনিকে বলেছিলাম, যদি সে চায় তাহলে আমরা ৫০ ইউরোতে বাজি ধরতে পারি। গোল হলে আমি ৫০ ইউরো দেব ওকে, না হলে সে আমাকে ৫০ ইউরো দেবে। আমিই জিতেছি বাজি।’

তবে, এই বাজি তাকে ‘হতাশ’ করেছে মামারদাশভিলি, কারণ ভিনিসিয়ুস এখনো বাজির ৫০ ইউরো তাকে দেয়নি।

ভ্যালেন্সিয়ার গোলরক্ষক হাসতে হাসতে বলেছেন, ‘খেলা শেষেই ওর আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কিছুই দেয়নি।’

ভ্যালেন্সিয়ার কাছে এই হারের পর ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। একই রাতে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করার পর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩০ ম্যাচে ৬৭।

মন্তব্য

প্রতিপক্ষ কোচের নাক টিপে নিষিদ্ধ মরিনিও

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
প্রতিপক্ষ কোচের নাক টিপে নিষিদ্ধ মরিনিও

তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গত বুধবার গালাতাসারাইয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ফেনারবাচে। ম্যাচের পর মেজাজ হারান ফেনারবাচে কোচ জোসে মরিনিও। ম্যাচ শেষে তেড়ে গিয়ে গালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে টিপে দেন মরিনিও। আঘাত পেয়ে বুরুক সঙ্গে সঙ্গে হাত দিয়ে নাক ঢেকে মাটিতে লুটিয়ে পড়েন।

 

এমন কান্ডের পর তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে জোসে মরিনিওকে। পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে। ৬২ বছর বয়সী এই কোচকে জরিমানা গুনতে হবে ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ৭ হাজার ৮০০ মার্কিন ডলার)।

তুরস্ক ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘জোসে মরিনিও পরবর্তী তিন প্রতিযোগিতামূলক ম্যাচে দলের ড্রেসিংরুমে ও  ডাগ আউটে থাকতে পারবেন না।

বুধবার রাতে ম্যাচ শেষে মরিনিওর বিরুদ্ধে বুরুককে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ এনেছিল গালাতাসারাই। ফেনেরবাচেও পাল্টা অভিযোগ আনে। ক্লাবটি দাবি করে, মরিনিও বুরুকের নাক টিপে দেওয়ার পর তিনি এমনভাবে অভিনয় করেছেন, যেন কেউ তাঁকে গুলি করেছেন। মরিনিওকে উত্তেজিত করতে বুরুক হাত দিয়ে অশোভন ইঙ্গিত করেন বলেও দাবি ফেনেরবাচ কর্তৃপক্ষের।

বুরুকের প্ররোচিত করার ব্যাপারটিও বিবেচনা করেছেন তুরস্কের প্রফেশনাল ফুটবল ডিসিপ্লিনারি বোর্ড। এজন্য মরিনিয়োর শাস্তি তুলনামূলক কম হয়েছে বলে উল্লেখ করা হয়।

গালাতাসারাইয়ের এক খেলোয়াড়কে অপমান করার দায়ে মরিনিওর সহকারী সালভাতোর ফোতিকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ