নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : ইশরাক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : ইশরাক
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফাইল ছবি

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘নির্বাচন ছাড়া পাতানো খেলায় হাসিনাও বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। আমরা সেই ২০১১ সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আন্দোলন করে আসছি।’

রবিবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ইশরাক বলেন, ‘নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে।

গালিবাজদের বলতে চাই, আরো ১০ লাখ গালি দিলেও কিছু যায় আসে না। দেশে ভোটারের সংখ্যা সাড়ে ১২ কোটি।’

তিনি বলেন, ‘ফেসবুক আমরা ব্যবহার করেছি খুনি হাসিনার নিয়ন্ত্রিত দালাল মিডিয়ার সময়ে আমাদের প্রচারণার জন্য।’

তিনি আরো বলেন, ‘পরামর্শ থাকবে গালি বিতরণের পাশাপাশি ভোটার সংগ্রহ করুন।

হাসিনার মতো হুমকি-ধমকি দিয়ে লাভ নেই।’

ইশরাক এ-ও বলেন, ‘আবারও বলব, হাজারবার বলব, এই বছর নির্বাচন দিতেই হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে অর্জন করব, ইনশাআল্লাহ। ভোটে জনগণ যাদেরকে দায়িত্ব দিক তাদেরকেই আমরা মেনে নিয়ে সহযোগিতা করব।

আরো দুই লাখ গালির জন্য অগ্রিম ধন্যবাদ। কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।’

মন্তব্য

সম্পর্কিত খবর

হাতকড়া পরিহিত শিশুর ছবি ভাইরাল, জানা গেল শিশুর পরিচয় ও প্রকৃত ঘটনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হাতকড়া পরিহিত শিশুর ছবি ভাইরাল, জানা গেল শিশুর পরিচয় ও প্রকৃত ঘটনা
সংগৃহীত ছবি

সম্প্রতি ৫-৬ বছরের একটি শিশুর হাতকড়া পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। ছবিটি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা।

শনিবার ওই ছবিটি শেয়ার করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও শহীদ আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামি পোমেল বড়ুয়া। ছবিটির বর্ণনায় তিনি লিখেছেন, ‘এ যেন দেশ মাতৃকার হাতে হাতকড়া।

একই ছবি শেয়ার করতে দেখা গেছে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের অফিসিয়াল ফেসবুক পেজে। যেখানে ছবির বর্ণনায় বলা হয়েছে, শিশুদের হাতে হাতকড়া কেন? এতো ভয় কিসের মহাজন?

আরো পড়ুন
অধস্তন আদালত পর্যবেক্ষণের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি

অধস্তন আদালত পর্যবেক্ষণের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি

 

অর্থাৎ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ দাবি করছেন যে, একটি শিশুকে আটকের পর তার হাতে হাতকড়া পড়ানো হয়েছে।

তবে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানা গেছে, বাস্তবে বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। শিশুটির হাতে খেলনা হাতকড়া পড়িয়ে সেটিকে বাস্তব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে একটি গোষ্ঠী।

রিউমর স্ক্যানার তার প্রতিবেদনে জানায়, ভাইরাল ছবি কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজের ভাগিনার। ছবিটি সর্বপ্রথম তিনি ‘আসামির আদলে অভিনয় করেছে ভাগিনা’ ক্যাপশনে ফেসবুকে পোস্ট করেছিলেন। যা পরবর্তীতে বাস্তব দাবিতে প্রচার করা হয়।

অর্থ্যাৎ, একটি শিশুর খেলার ছবি ফেসবুকে ‘সত্য’ দাবিতে প্রচার করছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা।

যা সম্পূন্ন উদ্দেশ্যপ্রণোদিত।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

ওবায়দুল কাদেরকে দেখা গেল কলকাতায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ওবায়দুল কাদেরকে দেখা গেল কলকাতায়
ওবায়দুল কাদের। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিজিটাল সংবাদমাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ এক ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। 

গাজী নাসির উদ্দীন ফেসবুক পোস্টে লিখেছেন, তাঁর এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে গতকাল বিকেলে অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান।

পোস্টে নাসির উদ্দীন লিখেছেন, “ডাক্তারের রুম বন্ধ। ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেছেন, স্যার লাঞ্চে। ঘণ্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল।
আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে, ‘ওবায়দুল কাদের না!’ ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন।”

তিনি আরো লেখেন, “আমার বন্ধু বলছে, ‘পুরা চকচক করতেছিলেন স্যার’। দেখে মনে হয়েছে, তিনি সুস্থ আছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একসময়ের প্রতাপশালী ওবায়দুল কাদের কোথায় আছেন, এ নিয়ে নানা প্রশ্ন উঠে জনমনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির অনেক নেতার অবস্থানের ছবি, ফোনালাপ কিংবা ভিডিও বার্তা পাওয়া গেলেও ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে পরিষ্কার কিছুই জানা যাচ্ছিল না। তাতে গুঞ্জনের ডালপালা আরো মেলে। এর মধ্যে গত বছরের শেষ দিকে তিনি ভারতে চলে গেছেন বলে কেউ কেউ দাবি করেছিলেন।

মন্তব্য

এসএসসি পরীক্ষার প্রশ্নে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’, যা বলছে সংস্থাটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এসএসসি পরীক্ষার প্রশ্নে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’, যা বলছে সংস্থাটি
ফাইল ছবি

গতকাল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা ২০২৫। এবারের ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রে উঠে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম।

আজ শুক্রবার ফেসবুকে করা এক পোস্টে এ তথ্য জানায় আস-সুন্নাহ ফাউন্ডেশন। পোস্টে পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্নের ছবিও যুক্ত করা হয়।

পোস্টে বলা হয়, এবারের ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রে আস-সুন্নাহ ফাউন্ডেশন-বিষয়ক প্রশ্ন এসেছে। নিঃসন্দেহে এটা আমাদের জন্য এক তৃপ্তিদায়ক অর্জন।

ওই পোস্টে আরো বলা হয়েছে, মহান আল্লাহর অনুগ্রহ, দেশবাসীর আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে আমরা মনে করি। এই আনন্দঘন মুহূর্তে ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা আরো একবার কৃতজ্ঞতা জানাই।

তাতে লেখা আছে, উদ্দীপক-(ii) : ২০২৪-এর প্রলয়ংকরী বন্যায় লাকসাম এলাকার দুর্গত মানুষের জন্য ‘আসসুন্নাহ’ ফাউন্ডেশন থেকে ত্রাণসামগ্রী আসে। স্থানীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত থেকে সব মানুষের মধ্যে এগুলো সমানভাবে বিতরণ করেন।

(ক) গজনী মামুদ কে? (খ) ‘আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু’-পঙক্তি দ্বারা কী বোঝানো হয়েছে? (গ) উদ্দীপক (i) এ ‘মানুষ’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব‍্যাখ্যা কর। (ঘ) উদ্দীপক (ii)-এর চেয়ারম্যানের কর্মকাণ্ডে ‘মানুষ’ কবিতার মর্মবাণী প্রতিফলিত হয়েছে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও।

মন্তব্য

কালকের কর্মসূচি নিয়ে আহমাদুল্লাহর পর আজহারির পোস্টে ৫ নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কালকের কর্মসূচি নিয়ে আহমাদুল্লাহর পর আজহারির পোস্টে ৫ নির্দেশনা
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফরম। যে কর্মসূচিতে বিপুল লোকসমাগমের আভাস মিলছে।

আগামীকাল শনিবার (১২ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ওই গণজমায়েতে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি।

এ বিষয়ে আজ শুক্রবার (১১ এপ্রিল) নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি।

আরো পড়ুন
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে গুলিবিদ্ধ যুবক

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে গুলিবিদ্ধ যুবক

 

পোস্টে মিজানুর রহমান আজহারি ওই পোস্টে লিখেন, ‘মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশিকা। সব শ্রেণি-পেশা-দল-মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বারপ্রান্তে আমরা। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই।

এ সময় তিনি পাঁচটি নির্দেশনার কথা উল্লেখ করেন। ১. সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখব। অনুষ্ঠানটা আমার, একে সফল করার দায়িত্বও আমিই পালন করব—এই সংকল্প নিয়েই ঘর থেকে বের হব।

২. আসার পথ কিংবা মার্চ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল আমরা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখব।

পানি, ছাতা, মাস্ক-সহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সাথে রাখব। মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেব।

আরো পড়ুন
১৫ মাসে ভারত হয়ে ৪৬২ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

১৫ মাসে ভারত হয়ে ৪৬২ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

 

৩। যেকোনো পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব, আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হব, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব।

৪।

শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে। কোনো দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব।

আরো পড়ুন
বিএনপির আহবায়কের ওপর দলীয় নেতাকর্মীদের হামলা

বিএনপির আহবায়কের ওপর দলীয় নেতাকর্মীদের হামলা

 

৫। জনগণের জানমালের ক্ষতিসাধনকে যারা প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করব। দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তা নেব। আর মনে রাখব, জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না।

এর আগে একই নির্দেশনা দিয়ে পোস্ট করেন জনপ্রিয় ইসলামিক স্কলার আহমাদুল্লাহ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ