বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক (এমডি) মাহবুব মোর্শেদসহ তিনজনের নামে মানহানির অভিযোগে মামলা করেছেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালতে তিনি এ মামলা করেন। মামলায় ১০ কোটি টাকার মানহানির অভিযোগ করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আগামী ২৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
অন্য আসামিরা হলেন—ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম ও আসাদুজ্জামান আসাদ। বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে আবদুল হাই শিকদার বলেন, ‘আমি পরিচ্ছন্ন একটা জীবন যাপন করেছি। আসামিরা আমার ইমেজ, সম্মান, মর্যাদা ক্ষুণ্ন করার জন্য মিথ্যা, বানোয়াট, উদ্ভট একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে যে আমি খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনাকে খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে এরশাদের পক্ষে কবিতা লিখেছি।
যেটা আদৌ আমার লেখা না। দেখলেই বোঝা যায়, এ ধরনের থার্ডক্লাস কবিতা আমি আদৌ লিখি না। সংক্ষুব্ধ হয়ে আদালতের কাছে এসেছি, মামলা করেছি। সম্মান রক্ষার্থে যে ক্ষতি সামাজিকভাবে হয়েছে এর বিচার চাই।’