<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইয়ের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে আটজনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের দিকে প্রদেশটির ঝাংজাকউ শহরের ওই বাজারে আগুন লাগে। এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নেভানো সম্ভব হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, আগুন লাগার পর ঝাংজাকউ শহরের চাওশি এলাকার বাজারটির ওপর আগুনের বিশাল শিখা উঠেছে এবং সেখান থেকে প্রচুর ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিছু গণমাধ্যম দুর্ঘটনাস্থল লিগুয়াং কাঁচাবাজার বলে জানিয়েছে। ২০১১ সালে চালু হওয়া এ বাজারে ফল, তরিতরকারি থেকে শুরু করে সামুদ্রিক মাছ, ইলেকট্রনিকস পণ্য বিক্রি হতো। সূত্র : আলজাজিরা</span></span></span></span></p>