<p>মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসের দেয়ালে ‘শেখ হাসিনা আসবে ফিরে এবং জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। </p> <p>সোমবার (৬ জানুয়ারি) সকালে লেখাগুলো স্থানীয়দের নজরে পড়ে। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। ঘটনাস্থল পরিদর্শন করে দেয়াল লিখনের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতারা।</p> <p>এর আগে রবিবার (৫ জানুয়ারি) রাতে কোনো এক সময় অজ্ঞাতপরিচয়রা দেয়াল লিখন করে। গাংনী উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত মাহিলা বিষয়ক ও সমাজসেবা, খাদ্য অফিস, সাবরেজিস্ট্রি অফিস এবং নির্বাচন অফিসের দেয়ালে লেখা হয়েছে, ‘হাসিনা আসবে ফিরে এবং জয় বাংলা’। লাল কালি দিয়ে বড় অক্ষরে হাতে লেখা হয়েছে।</p> <p>গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী বলেন, ‘ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। তাদের কোনো কর্মকাণ্ড আমরা সহ্য করব না। গেল গণতন্ত্র হত্যা দিবসের দিনে পরিকল্পিতভাবে টার্গেট করে তারা কাপ্লনিক স্বপ্ন দেখে দেয়াল লিখন করেছে। তারা জানান দিতে চায় আওয়ামী লীগের অস্তিত্ব আছে। আসলে তাদের দৃশ্যমান কোনো অস্তিত্ব নেই। তাই যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টরা যেন কঠোর ব্যবস্থা নেয় সেই দাবি আমাদের।’</p> <p>এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার নাহিদ হাসান বলেন, ‘আমরা সকালে দেখতে পেয়ে তা মুছে ফেলেছি। তবে সিসিটিভি ক্যামেরা অকেজো থাকায় কারা এ কাজ করেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে না।’</p> <p>এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’</p>