<p style="text-align:justify">কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সাবরেজিস্ট্রার অফিসের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ নিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন তারা।</p> <p style="text-align:justify">অভিযোগপত্র ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফুলবাড়ী উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অফিসের কার্যক্রম চালিয়ে আসছে সংশ্লিষ্টরা। প্রতি দলিলে মনগড়া টাকা নেওয়া হয়। মানুষকে হয়রানি করাসহ সাবরেজিস্ট্রার অফিসের নানা অনিয়মের অভিযোগের চিত্র উঠে আসে। </p> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাওন, আতিকুর রহমান ও সিদরাতুল সবুজ জানান, দীর্ঘদিন ধরে এই সাবরেজিস্ট্রার অফিসে বিভিন্ন ধরনের দুর্নীতি-অনিয়ম চলে আসছিল। আমরা ভুক্তভোগী সেজে দলিল লেখকের লাইসেন্স নবায়নের জন্য যাই। এ সময় আমাদের কাছেও অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা, মোহরার ও জাহাঙ্গীর হোসেন নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করেন। সাবরেজিস্ট্রার অফিসের সব দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাই। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টাকার জন্য খুন হন আ. লীগ নেতা পলাশ, আদালতে দুই আসামির স্বীকারোক্তি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736164078-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টাকার জন্য খুন হন আ. লীগ নেতা পলাশ, আদালতে দুই আসামির স্বীকারোক্তি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/06/1465681" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আমরা ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’ </p> <p style="text-align:justify">সাবরেজিস্ট্রার অফিসের মোহরার ও জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা মোবাইল ফোন বন্ধ রাখেন।</p> <p style="text-align:justify">সাবরেজিস্ট্রার অফিসের অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন এবং ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলব বলে ফোন কেটে দেন।</p> <p style="text-align:justify">ফুলবাড়ী উপজেলা সাবরেজিস্ট্রার অফিসার মাহ্ফুজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের শোকজ করা হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।</p> <p style="text-align:justify">এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাবরেজিস্ট্রার অফিসের অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>