<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর মুগদায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। তারা হলো মো. আদিল আরহাম সিয়াম ও অংশু। গতকাল রবিবার রাত সন্ধ্যা ৭টার দিকে মুগদার মান্ডা গ্রিন মডেল টাউনের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহত সিয়ামের মামা আল আমিন জানান, সিয়াম এবার এইচএসসি পরীক্ষায় খারাপ ফল করেছিল। সকালে বন্ধু অংশুর সঙ্গে ঘুরতে বের হয় সে। রাতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর মেলে।</span></span></span></span></span></p>