<p style="text-align:justify">নেত্রকোনার কেন্দুয়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।</p> <p style="text-align:justify">সোমবার (৬ জানুয়ারি) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে সমকাল সুহৃদ সমবেশ ও কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের যৌথ আয়োজনে এই সভা হয়। সভায় কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য দেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সহসভাপতি কবি ইয়াজদানী কোরায়শী।</p> <p style="text-align:justify">প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত কবি হেলাল হাফিজের সহোদর কবি সাংবাদিক নেহাল হাফিজ। </p> <p style="text-align:justify">আলোচনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কবি নেহাল হাফিজ বলেন, ‘হেলাল হাফিজ ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী।’ তার কাব্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান তিনি। </p> <p style="text-align:justify">স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কবি ও সাংবাদিক মো. কামাল হোসাইন, নেত্রকোনা হিমু আড্ডার প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক আলপনা বেগম, চর্চা সাহিত্য আড্ডা কেন্দুয়ার উপদেষ্টা মীর্জা রফিকুল হাসান ও সমাজসেবক ডা. মুখলেছুর রহমান।</p>