<p style="text-align:justify">বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নামে একটি ভুয়া বিবৃতি প্রচার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু।</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন তিনি। বিবৃতিটি ২০২৪ সালের ১৫ জানুয়ারি প্রচার করা হয়েছিল।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে মো. তাইফুল ইসলাম টিপু বলেছেন, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর স্ক্যানিং করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবৃতিটি পোস্ট করেছে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে ফেসবুকে পোস্টকৃত বিবৃতিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। উল্লিখিত বিবৃতিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।’</p> <p style="text-align:justify">ভুয়া বিবৃতিটিও তুলে ধরেছে বিএনপির এই সহ-দপ্তর সম্পাদক। ওই বিবৃতিতে বলা হয়েছিল, ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা জানার পাইথল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ডা. হারুনুর রশীদকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে নির্মমায়েবে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এই পৈশাচিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।</p> <p style="text-align:justify">এ বিষয়টি নিয়ে তাইফুল ইসলাম টিপু বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার জালকৃত স্বাক্ষরে প্রচারিত ভুয়া বিবৃতিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’</p>