<p>এক মাস পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি আগরতলায় যান।</p> <p>গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে সেখানকার উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। এরপরই এক জরুরি বার্তায় সহকারী হাই কমিশনারকে বাংলাদেশে ফেরত আনা হয়। ৮ ডিসেম্বর সহকারি হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার ফেরার বিষয়টি নিশ্চিত করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দায়িত্বপ্রাপ্তরা ভূমিসেবায় স্বতঃস্ফূর্ত না হলে শাস্তি : সিনিয়র সচিব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736251009-4196b194ad2372cb840a4e7cd526135a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দায়িত্বপ্রাপ্তরা ভূমিসেবায় স্বতঃস্ফূর্ত না হলে শাস্তি : সিনিয়র সচিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/07/1466086" target="_blank"> </a></div> </div> <p><br />   <br /> আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সহকারী হাই কমিশনার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা নাগাদ সময়ের মধ্যে আগরতলায় যান। এ সময় তিনি একাই ছিলেন।</p> <p>আরিফ মোহাম্মদ মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠকে জানান, ৫ ডিসেম্বর এক জরুরি বার্তায় তাকে ফিরতে বলা হয়। ৮ ডিসেম্বর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেন। </p> <p>এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কবে নাগাদ এখানকার সেবা কার্যক্রম চালু হবে সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি।’</p>