<p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক মাস পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। গতকাল দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি আগরতলায় যান। গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে সেখানকার উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। এরপরই এক জরুরি বার্তায় সহকারী হাইকমিশনারকে বাংলাদেশে ফেরত আনা হয়। ৮ ডিসেম্বর সহকারী হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর ফেরার বিষয়টি নিশ্চিত করেন। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মো. শফিকুল ইসলাম জানান, সহকারী হাইকমিশনার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা নাগাদ সময়ের মধ্যে আগরতলায় যান। এ সময় তিনি একাই ছিলেন।</span></span></p>