<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গত রবিবার বিকেলে আগরতলা রেলস্টেশন থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন ছোটন দাস, বিষ্ণুচন্দ্র দাস এবং মোহাম্মদ মালেক। তাঁরা আগরতলা হয়ে কলকাতায় যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে পুলিশ জানিয়েছে। এদিকে মহারাষ্ট্রের ঠানে থেকেও আট বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। আনন্দবাজার অনলাইন সূত্রে এ সংবাদ জানা গেছে। আনন্দবাজার অনলাইনের সংবাদে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে আগরতলা রেল পুলিশ, আরপিএফ এবং সীমান্তরক্ষী বাহিনী আগরতলা স্টেশনে যৌথ অভিযান চালায়। এ সময় ওই তিন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তিনজন জানান, তাঁরা বাংলাদেশি নাগরিক। কিন্তু বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তিনজনকেই আটক করে।  আটককৃতরা জানান, আগরতলা থেকে ট্রেন ধরে কলকাতায় যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। </span></span></span></span></span></p>