<p>বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার মামলায় ছাত্রলীগ নেতা আতিকের সহযোগী জহিরুল ইসলাম পান্নাকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।</p> <p>বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্নাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।</p> <p>এর আগে মঙ্গলবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকার হাবীব হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকের সহযোগী হিসেবে সরাসরি গণহত্যায় অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735122747-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/25/1461214" target="_blank"> </a></div> </div> <p>গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্না বরিশাল জেলার কোতোয়ালি থানার চরপাওলিয়া গ্রামের মো. আব্দুল লতিফ খানের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় বাড়ি নির্মাণ করে আতিকের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।</p> <p>পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বহু আন্দোলনকারী নিহত হন। তাদের পরিবারের দায়ের করা হত্যা মামলার তিনি এজাহারভুক্ত আসামি। পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, জহিরুল ইসলাম পান্নাকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।</p> <p>সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় হস্তান্তর করে। বুধবার দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।</p>