<p>রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি-রমনা বিভাগ।</p> <p>গ্রেপ্তার ওই নেতার নাম ওলিদ হাসান সাগর (২০)। গ্রেপ্তার সাগর গোপালগঞ্জ সদর জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।</p> <p>মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার করা হয় তাকে।</p> <p>ডিবি সূত্রে জানা যায়, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক ছাত্রলীগ নেতা ওলিদ হাসান সাগরকে প্রথমে চিহ্নিত করা হয়। পরে  রাতে পল্টন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। </p> <p>ডিবি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় সরকার বিরোধী মিছিল করে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ওলিদ হাসান সাগরসহ অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে স্থান ত্যাগ করে। এ ঘটনায় ওইদিন কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়।</p>