<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের আকবরশাহ থানার জঙ্গল ছলিমপুর এলাকায় গতকাল মঙ্গলবার ভোররাতে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতদলটি সেখানে বাসাবাড়িতে ডাকাতি করতে এসেছিল।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আকবরশাহ থানার ওসি রোজিনা খাতুন বলেন, গোপন সংবাদে জানতে পারি, আকবরশাহ থানার মিরপুর আবাসিক বড় গ্যাসলাইন এলাকার জঙ্গল ছলিমপুরে ১০-১১ জন ডাকাত ডাকাতি করতে এসেছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো পাঁচ-ছয়জন ডাকাত পালিয়ে যায়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ কর্মকর্তা আরো বলেন, মিরপুর আবাসিক এলাকার বাসাবাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করেছিল ডাকাতদলটি। ডাকাতি করার আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সাত রাউন্ড রাবার বুলেট, চায়নিজ কুড়াল, টিপ ছোরা জব্দ করা হয়েছে। ডাকাতদলটি দীর্ঘদিন ধরে মিরপুর, শাপলা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন বাসায়,  যানবাহনের যাত্রী ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে  ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারা পেশাদার ছিনতাইকারী ও সক্রিয় ডাকাতদলের সদস্য।</span></span></span></span></p>