<p>সম্মানসূচক ‘উইমেন্স সলিডারিটি অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন বালডোনি। তবে সহ-অভিনেত্রীর করা যৌন হয়রানির অভিযোগের কারণে পুরস্কারটি বাতিল করা হয়েছে। বালডোনির সহ-অভিনেত্রী ব্লেক লাইভলি, যিনি এই অভিযোগের পাশাপাশি দাবি করেছেন যে বালডোনি তার খ্যাতি ধ্বংস করার জন্য একটি ক্যাম্পেইন চাদলাচ্ছেন।</p> <p>২০২৪ সালের ৯ ডিসেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বালডোনি ‘ভাইটাল ভয়েসেস’ নামক একটি সংগঠন থেকে এই পুরস্কারটি গ্রহণ করেন। এটি একটি আন্তর্জাতিক এনজিও, যা নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করে। কিন্তু জাস্টিন বালডোনির সহ-অভিনেত্রী ব্লেক লাইভলি তার বিরুদ্ধে যৌন হয়রানি এবং অত্যাচারের অভিযোগ এনে একটি আইনি নথি দাখিল করেছেন, যার কারণে সংগঠনটি এই পুরস্কার বাতিল করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আজ সিলেটে বিপিএলের মঞ্চ মাতাবেন জেমস-আসিফ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735106612-d366010c5e4b68627cb2fa1dcd41a0b9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আজ সিলেটে বিপিএলের মঞ্চ মাতাবেন জেমস-আসিফ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/25/1461147" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্টেজে ওঠার আগে থরথর করে কেঁপেছি : ঐশী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735099787-03f0f01876bd63d14b377e0a662535f8.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্টেজে ওঠার আগে থরথর করে কেঁপেছি : ঐশী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/25/1461128" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবার নোলানের ক্যামেরায় হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735102594-8c6a2a6bc88a864ba650712fe059a70e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবার নোলানের ক্যামেরায় হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/25/1461136" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>ব্লেক লাইভলি দাবি করেন, তার খ্যাতি ধ্বংস করার জন্য একটি ক্যাম্পেইন চালাচ্ছেন বালডোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি লাইভলির ইমেজ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। তিনি আরো দাবি করেছেন, বালডোনি তাকে নানা শর্তে বাধ্য করার জন্য ভয় দেখিয়েছিলেন।</p> <p>এই বিষয়গুলো প্রকাশ্যে আসতেই দারুণ সমালোচনার মুখে পড়েছেন বালডোনি। যার পরিপ্রেক্ষিতে ভাইটাল ভয়েসেস তাদের পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে। সংস্থাটি বলছে, ‘বালডোনিকে নিয়ে যে অভিযোগ এসেছে তা আমাদের সংস্থার মূল মূল্যবোধ এবং এই পুরস্কারের উদ্দেশ্যের বিরুদ্ধে।’</p> <p>‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় কাজ করতে গিয়ে জাস্টিন বালডোনির হাতে এই হেনস্তার শিকান হন লাইভলি। সিনেমাটির পরিচালক বালডোনি। সেই সঙ্গে লাইভলির সহ-অভিনেতাও তিনি। তার এমন আচরণ হলিউডে বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনার পর পরিচালক পল ফেইগ, অ্যাম্বার হার্ডসহ বেশ কয়েকজন তারকা লাইভলির পক্ষ নিয়েছেন। তারা হলিউডে কাজের সুন্দর পরিবেশ ও পুরুষ সহকর্মীদের কাছে শিষ্টাচার দাবি করেছেন।</p> <p>‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার পরিবেশক সনি পিকচার্সও লাইভলির আইনি পদক্ষেপের পর একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা লাইভলির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। তার সম্মানহানির প্রচেষ্টার নিন্দাও জানানো হয়েছে। এতে লাইভলির সহ-অভিনেতা ব্র্যান্ডন স্কলেনারও ইনস্টাগ্রামে তার সমর্থন প্রকাশ করেছেন।</p>