<p style="text-align:justify">নতুন বছরের শুরু থেকে কিছু মডেলের ফোনে বন্ধ হয়ে যাবে মেটার জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পুরনো মডেলের এসব ফোনে অ্যাপটি আর ব্যবহার করা যাবে না। </p> <p style="text-align:justify">এইচডিব্লগের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এন্ড্রোয়েডের কিটক্যাট বা পুরানো সংস্করণের ফোনগুলোতে সার্ভিস বন্ধ করে দিচ্ছে মেটা। এর একটি তালিকা প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এগুলো হলো-</p> <p style="text-align:justify"><strong>স্যামসাং: </strong>Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini<br /> <strong>সনি:</strong> Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V<br /> <strong>মোটোরোল: </strong>Moto G (1st Gen), Razr HD, Moto E 2014<br /> <strong>এইচটিসি: </strong>One X, One X+, Desire 500, Desire 601<br /> <strong>এলজি: </strong>Optimus G, Nexus 4, G2 Mini, L90</p> <p style="text-align:justify">পুরনো মডেলের ফোনগুলোতে হোয়াটসঅ্যাপের সার্ভিস বন্ধের ঘটনা এটাই প্রথম নয়। মূলত পুরনো অপারেটিং সিস্টেম, ফোনের হার্ডওয়্যারের সীমাবদ্ধতা, নতুন ফিচার, নিরাপত্তা আপডেটের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে এ ধরণের সিদ্ধান্ত নিয়ে থাকে মেটা।</p>