অচেনা মাইক্রোফোন
কিছু কিছু মানুষ আছেন, যাঁরা সহজাত শিল্পী। গান করেন, ছবি আঁকেন বা বাদ্যযন্ত্র বাজান আপন মনে, হৃদয়ের টানে। প্রচলিত জীবনের বাইরে থেকে তাঁর শিল্পকর্ম করেন। সেই সব মেধাবীকে নিয়ে চ্যানেল আইয়ের নতুন অনুষ্ঠান ‘অচেনা মাইক্রোফোন’।
অচেনা মাইক্রোফোন
কিছু কিছু মানুষ আছেন, যাঁরা সহজাত শিল্পী। গান করেন, ছবি আঁকেন বা বাদ্যযন্ত্র বাজান আপন মনে, হৃদয়ের টানে। প্রচলিত জীবনের বাইরে থেকে তাঁর শিল্পকর্ম করেন। সেই সব মেধাবীকে নিয়ে চ্যানেল আইয়ের নতুন অনুষ্ঠান ‘অচেনা মাইক্রোফোন’।
ইন্ডিয়ান আইডল
সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে চলছে সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৫তম সিজন। শনি ও রবিবার রাত ৯টায় প্রচারিত হয় এটি।
সম্পর্কিত খবর
ভালোবাসা দিবসে প্রথমবার জুটি বাঁধেন অপূর্ব ও নাজনীন নীহা। জাকারিয়া সৌখিনের ‘মন দুয়ারি’ নাটকটি ইউটিউবে ১ নম্বর ট্রেন্ডিংয়ে ছিল সে সময়। এরই মধ্যে দুই কোটি ৩০ লাখের বেশিবার দেখা হয়েছে নাটকটি। ফের জাকারিয়া সৌখিনের হাত ধরে এক হলেন অপূর্ব ও নীহা।
জেসি আইজেনবার্গের ‘আ রিয়েল পেইন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের ১ নভেম্বর। প্রশংসা ও সাফল্য উভয়ই পেয়েছিল জুটেছিল বিভিন্ন পুরস্কার। ৩ এপ্রিল এটি এসেছে জিও হটস্টারে। দুই কাজিন ডেভিড ও বেঞ্জির মধ্যে বনিবনা হয় না।
অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।
ছাত্রাবাঁশ
এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাঁশ’। প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার প্রচারিত হয়। রচনায় মোসাব্বের হোসেন মুয়ীদ, পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন প্রত্যয় হিরণ, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ প্রমুখ।
ডিসকভারিং দ্য ওয়ার্ল্ড’স টেবিল
বিবিসি নিউজে দুপুর ১২টা ৫৫ মিনিটে রয়েছে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ডিসকভারিং দ্য ওয়ার্ল্ড’স টেবিল’। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে ঐতিহাসিক সব খাবারের পেছনের গল্প তুলে ধরা হয় এতে। সঙ্গে থাকে স্থানীয়দের কাছ থেকে সেই রান্নার রেসিপি।