পড়ন্ত বিকেলে পাঠাগারে বই নিয়ে মগ্ন কিছু বই প্রেমী মানুষ। সেলফে সাজানো শত শত বই। যার যে বই পছন্দ তারা তা নিয়ে পড়ছেন নিজের মতো। পড়া শেষে আবার বইগুলো জায়গামতো রেখে চলে যাচ্ছেন।
পড়ন্ত বিকেলে পাঠাগারে বই নিয়ে মগ্ন কিছু বই প্রেমী মানুষ। সেলফে সাজানো শত শত বই। যার যে বই পছন্দ তারা তা নিয়ে পড়ছেন নিজের মতো। পড়া শেষে আবার বইগুলো জায়গামতো রেখে চলে যাচ্ছেন।
ডিজিটাল যুগে শিশু-কিশোরদের অনলাইনের পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে বসুন্ধরা শুভসংঘের বিশেষ এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। দুই বছর পূর্বে এখানে ‘বসুন্ধরা শুভসংঘ পাঠাগার’ প্রতিষ্ঠা করা হয়। শিশু-কিশোরসহ সব শ্রেণির মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার গড়ে তোলে বসুন্ধরা শুভসংঘ জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল) উপজেলা শাখা।
প্রত্যন্ত গ্রাম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতীক্রমি উদ্যোগ গ্রহণ করেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও গ্রামের সাধারণ মানুষের মাঝে শিক্ষার আলো (বই) পৌঁছে দিচ্ছেন। এ ছাড়াও পাঠাগার থেকে পছন্দের বই বাড়িতে নিয়েও পড়তে পারেন পাঠকরা।
পাঠক, পাঠাগার থেকে পছন্দের বই পড়া শেষে ফেরত দিয়ে নতুন বই নিয়ে যান ইচ্ছেমতো; যা সম্পূর্ণ বিনা খরচে। এখানে কোনো রেজিস্ট্রেশন করে বই নিতে হয় না।
পাঠাগারের বই পড়তে এসে পাঠক আরমান হোসেন বলেন, ‘পাঠাগারে বই পড়তে আমার খুবই ভালো লাগে। এখানে শত শত বই সাজানো, যখন যে বই পড়তে মন চায় সে বই ইচ্ছে মতো পড়তে পারছি। আগে সারাদিন মোবাইলে আসক্ত ছিলাম। পাঠাগার প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত বই পড়ি। বই আমার চিন্তার দুয়ার খুলে দিয়েছে। বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের প্রতি কৃতজ্ঞ।’
বই পড়তে আসা নাজমুল হাসান বলেন, ‘আমরা কখনো এ ধরনের পাঠাগার দেখিনি। শুনেছি, কিছু পাঠাগার আছে সেগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে। এখন আমরা হাতের নাগালেই বই পড়ার সুযোগ পাচ্ছি।’
কালের কণ্ঠ প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘জ্ঞানের দুয়ার খুলে দেওয়ার একমাত্র মাধ্যম বই। পৃথিবীটাকে জানতে ও সবার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই আমাদের এ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে নতুন নতুন অনেক বই আছে, আরো বই যুক্ত করা হবে। আশা করছি এর মাধ্যমে পাঠকরা নতুন কিছু জানতে পারবে। বসুন্ধরা শুভসংঘ পাঠাগার সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা অবসর সময়ে নতুন নতুন বই পড়ার পাশাপাশি দৈনিক কালের কণ্ঠ পত্রিকাসহ বিভিন্ন ধরনের পত্রিকা পড়ার সুযোগ পাচ্ছে।’
আজ সোমবার (৭ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার বন্ধুরা বই পাঠের আসরে যুক্ত হন। বিখ্যাত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘সমগ্র কিশোর গল্প ৩’ ও ‘দিপু অপহরণ সহস্য’ বই থেকে আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
পাঠের আসরে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ, সহসভাপতি রাব্বিউল হাসান জিন্নাহ, যুগ্ম সা. সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক আরমান, কার্যকরী সদস্য আ. আলিম, ফিরোজ হোসেন, সোহাগ আহমেদ, সুইট, হারুনুর রশীদ, রিফাহ ও ফাহমিদা রোশনি প্রমুখ।
সম্পর্কিত খবর
নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নিরাপদ সড়ক ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল ) সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ লালপুর উপজেলা শাখার উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শুভসংঘের পরিচালনা কমিটির সদস্য ও লালপুর ডিগ্রী কলেজের সাবেক প্রদর্শক আব্দুল ওয়াদুদ, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য ইমদাদুল হক প্রমুখ।
নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান বলেন, সড়কে চলতে না জানলে তা সবসময়ই বিপজ্জনক।
লালপুর ডিগ্রী কলেজের সাবেক প্রদর্শক আব্দুল ওয়াদুদ বলেন, বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান লালপুর। হঠাৎ এই উষ্ণতা আরো বেড়েছে।
সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার এড়াতে হলে রাস্তার দুই ধারে হেলে পড়া বা ঝুঁকে পড়া গাছগুলোকে অপসারণ করতে হবে। গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
এমন সচেতনতামূলক অভিভাবক সমাবেশের আয়োজন করায় বক্তারা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আশিকুর রহমান হৃদয়ের পরিবারে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। আজ শুক্রবার (১১ এপ্রিল) পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের যৌতা গ্রামে শহীদ হৃদয়ের পরিবারে খাদ্য সহায়তা নিয়ে ছুটে গেছেন ওই উপজেলার বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
এ সময় তারা হৃদয়ের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতে দোয়া মোনাজাত পরিচালনা করেন শুভসংঘের সদস্য হাফেজ মো. মুদাচ্ছির।
এ সময় বক্তব্য রাখেন শুভসংঘের উপদেষ্টা ও বাউফল ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওহিদুজ্জামান সুপন, উপদেষ্টা ও বাউফল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ, উপদেষ্টা ও বাউফল সরকারি কলেজের প্রভাষক এনামুল হক সায়েম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভসংঘের সভাপতি মো. মারনুচ তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ আরিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন শুভসংঘের আবু জাফর, হুমায়ুন কবির রুবেল, ইফাত হোসেন জিসান, মো. জাহিদুল ইসলাম, মো. রিফাত গাজী, জারিন তাসমিন জিনিয়া, মো. জাকির হোসেন, লাবনী আক্তার রেখা, রাকিবুল হাসান, রমেন চন্দ্র দাস, মো. জামাল হোসেন, মো. মামুন, মো. অপু খান ও মাসকসুদুর রহমান বাচ্চু।
জানা গেছে, অভাবের সংসারে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হাওয়ার পর হৃদয়ের আর পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই সংসারের অভাব মেটাতে হৃদয় কিশোর বয়সেই ঢাকায় যায়। ঢাকাতে নির্মাণ শ্রমিকের কাজ করে বাড়িতে টাকা পাঠাত।
চিকিৎসকরা তার মাথা থেকে দুইটি গুলি বের করলেও একটি গুলি বের করতে পারেনি। এরপর থেকে প্রায় জ্বর ও মাথা ব্যথা হত। তাই তেমন একটা কাজও করতে পারত না। আহত হৃদয় জুলাই ফাউন্ডেশনের তালিকাভুক্তও ছিল না।
বিল্পব পরর্বতী এভাবেই চলছিল হৃদয়ের দিনকাল। কয়েকদিন আগে হৃদয় বাড়িতে যান। অভাবের সংসারে পরিবারের চাহিদা মেটাতে এলাকায় মাটি কাটার কাজ করতে গিয়ে হৃদয় অসুস্থ হয়ে পড়েন। গত বুধবার অসুস্থ অবস্থায় হৃদয়কে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। তবে আর্থিক অভাবের কারণে তা সম্ভব হয়নি। পরে হৃদয়ের মৃত্যু হয়।
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে পলিথিন-প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এছাড়া পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে প্রচারপত্র বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার বন্ধুরা।
এ কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখার উপদেষ্টা মো. বজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সভাপতি মো. কামাল হোসেন খান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক মো. আল আমিন, মো. ওমর ফারুক, ফাইজুর রহমান, মো. আল মামুন, সাবিনা ইয়াসমিন, কমলেশ চন্দ্র শীল, আয়শা সিদ্দিকা, আব্দুর রহমান ও বশির আহমেদ,বসুন্ধরা শুভসংঘ পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখার বর্ন হাওলাদার, , জায়েজিদ, দিগন্ত হাওলাদার , শামিয়া, পুর্নশা গোমস্তা প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা সভায় অংশগ্রহণ করে।
বরগুনার পাথরঘাটার বিষখালী, বলেশ্বর নদসহ খাল-বিলে পোনা মাছ নিধন বন্ধে স্থানীয় জেলেদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছে বসুন্ধরা শুভসংঘ পাথরঘাটা উপজেলা শাখা। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে পাথরঘাটা পৌরভার ১ নম্বর ওয়ার্ডে বিষখালী নদীর পারে উত্তরণ আবাসনে উঠান বৈঠকের মাধ্যমে এ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উত্তরণ আবাসনের সভাপতি আ. ছোবাহানের সভাপতিত্বে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ পাথরঘাটা উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি মির্জা শহিদুল ইসলাম খালেদ, উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মেহেদী শিকদার, দৃষ্টি মানব কল্যাণ সংস্থা সভাপতি সোহাগ আকন প্রমুখ।
‘শুভ কাজে সবার পাশে’—এ স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী সামাজিক কাজ করে যাচ্ছে।
উপস্থিত জেলেরা বলেন, ‘একসময় নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করা হতো।