ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য ও আ. লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
শেয়ার
ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য ও আ. লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নাশকতা মামলায় ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতওয়ালি থানা পুলিশ। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে শহরের গাঙিনাপাড় এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন
গরমে অসহনীয় লোডশেডিং হবে না: উপদেষ্টা ফাওজুল কবির

গরমে অসহনীয় লোডশেডিং হবে না: উপদেষ্টা ফাওজুল কবির

 

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ময়মনসিংহ কোতওয়ালী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, দুলাল ভূঁইয়া ময়মনসিংহ শহরে ও ঈশ্বরগঞ্জে ঘটে যাওয়া বেশ কয়েকটি নাশকতার ঘটনায় অভিযুক্ত ছিলেন।

আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। 

জানা যায়, দুলাল ভূঁইয়া  ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য পদ থেকে পদত্যাগ করে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বগুড়া পুলিশ লাইনে ‘আয়নাঘর’

বগুড়া অফিস
বগুড়া অফিস
শেয়ার
বগুড়া পুলিশ লাইনে ‘আয়নাঘর’
ছবি: কালের কণ্ঠ

শারীরিক, মানসিক নির্যাতন শেষে দেওয়া হতো ভুয়া জঙ্গি মামলায়। সাদা পোশাকে মানুষকে রাতের আঁধারে তুলে এনে বন্দিশালায় আটকে রাখতো আইনশৃঙ্খলা বাহিনী। নির্যাতনের এমন অনেক নির্মম চিত্র উঠে এসেছে ভাগ্যহত বন্দিদের মুখে, যারা শেখ হাসিনার সরকারের পতনের পর জীবিত ফিরে এসেছেন। তাদের মতে, এটা ছিল এক ধরনের ‘আয়নাঘর’, যেখানে মানুষ শুধু হারিয়ে যেত, ফিরে আসার নিশ্চয়তা ছিল না।

 

চাঞ্চল্যকর এমন সব ঘটনার বর্ণনা দিয়ে গুম কমিশন অব ইনকোয়ারিতে লিখিত অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। নাম প্রকাশ না করলেও বিষয়গুলো স্বীকার করেছেন কয়েকজন পুলিশ সদস্য। প্রকাশ হওয়া এসব তথ্য দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। গভীর উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্তসহ অবিলম্বে দোষীদের বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

বগুড়া পুলিশ লাইনে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হিসেবে পরিচিত দক্ষিণ-পশ্চিম কোণার দোতলার ভবনটিতে এমন ঘটনা ঘটেছে।

সম্প্রতি ঢাকায় গুম কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য নূর খান লিটন জানিয়েছেন, বগুড়া পুলিশ লাইন্সে জিজ্ঞাসাবাদের কথা বলে বিভিন্ন জায়গা থেকে বন্দিদের নির্যাতন করা হতো। পুলিশ লাইন্সে গোপন বন্দিশালার বিষয়ে তাদের কাছে অনেক অভিযোগ এসেছে। তদন্ত চলছে, তদন্তাধীন বিষয়ে এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না।

পুলিশের একটি সূত্র বলছে, ২০১৪ ও ২০১৮ এর জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেখ হাসিনা সারা দেশে যেসব পুলিশ সদস্যদের নিয়োগ দিয়েছেন, তারা আওয়ামী লীগকে জিতিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছুই করেছেন। বগুড়া ও এর আশপাশের এলাকার আতঙ্কের নাম ছিল তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল। 

গুম কমিশনে দেওয়া অভিযোগ মতে, গুম করে জঙ্গি মামলায় ফাঁসানোর নেতৃত্বে ছিলেন বগুড়ার তৎকালীন পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও মো. আব্দুল জলিল। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম, পরিদর্শক ইমরান মাহমুদ তুহিন, উপ পরিদর্শক (এসআই) জুলহাস, মজিবর রহমান, আলমগীর হোসেন, এএসআই রাশেদ এএসআই রাসেল এবং কনস্টেবল সালাম ও গোবিন্দসহ গ্রুপের অনেকে। 

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মন্ডলের ঘনিষ্ঠজন (ভাই) হিসেবে পুলিশ বিভাগে পরিচিত কাহালু ডিগ্রি কলেজের একজন প্রভাষক তার অন্যতম প্রধান সোর্স।

বিনিময়ে বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলায় পুলিশের নিয়োগসহ অবাধ বিচরণ ছিল তদবির বাণিজ্যে। শুধু তাই নয়, জুলাই আন্দোলনকালীন তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

বগুড়া পুলিশ লাইনে দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্য জানান, পুলিশ লাইন্সে যোগদানের পর তিনি বন্দিদের সেখানে দেখতে পান। ২০১৭ সালে কমপক্ষে ৩০ জন নিরপরাধ মানুষকে নেওয়া হয় সেখানে। যার নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। মূল দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মন্ডলের সঙ্গে কাজ করতেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল। টার্গেট আকটদের নির্যাতনে হত্যার পর রাতের আধারে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেখানো হতো। কখনও হত্যার পর পেট কেটে নদীতেও মরদেহ ফেলে দেওয়া হতো। 

ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে এই পুলিশ সদস্য বলেন, নির্বিচারে অন্যায়ভাবে মানুষ হত্যা করে কীভাবে এখনো এসপির দায়িত্ব পালন করছেন, তাদের তো ফাঁসি হওয়া উচিত।

সূত্র দাবি করে, গুম হওয়া অনেককেই ২০১৭ সালের ২৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের আলোচিত জঙ্গিবিরোধী অভিযান ‘ঈগল হান্ট’ মামলায় আসামি করা হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাগপুর ইউনিয়ণের বাসিন্দা হাফিজ উদ্দিন দৈনিক কালের কণ্ঠকে জানান, ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারিতে তার ছোট ভাই মফিজ উদ্দিন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পানামা হিলি পোর্ট লিমিটেডে কর্মরত থাকাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে অদ্যাবধি তার ভাইকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর শিবগঞ্জ থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি, আদালতে মামলা করলেও থানা পুলিশ তা এজাহার হিসেবে গণ্য করেনি।

বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান হোহেল কালের কণ্ঠকে জানান, বিগত ১৬ বছর দেশে বহু অন্যায়, অত্যাচার হয়েছে। বহু মানুষ হত্যা হয়েছেন, গুম হয়েছেন মিথ্যা মামলায় কারাভোগ করেছেন। বগুড়া পুলিশ লাইনে বন্দিশালার বিষয়টি তিনিও শুনেছেন। তার জানামতে, বগুড়াতে অধ্যাপক আব্দুর রাজ্জাক, আলাউদ্দিন হোসেল, রাজ্জাক, সাব্বির শাহরিয়ার শুভ, রশিদুল ইসলাম, মাহবুবুর রহমান ও নাহিদুর ইসলামকে পুলিশ গুম করে নির্যাতন চালিয়েছেন। আল্লাহর অসীম কৃপায় কিছুদিন পরে পৃথকভাবে মামলা দিয়ে অন্য কোথাও পৃথকস্থানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দৈনিক কালের কণ্ঠকে জানান, বিগত ১৬ বছর আওয়ামী লীগ দল-মতের বিরুদ্ধে গেলেই পুলিশকে দিয়ে নানাভাবে মিথ্যা মামলাসহ গুম-খুন করাতো। সবশেষ জাতীয় নির্বাচনের আগে বগুড়ার তৎকালীন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী দায়িত্বরত অবস্থায় আগের মতোই পুলিশের একটি চক্র গুম, খুন ও অপহরণে ব্যস্ত ছিল। 

তিনি বলেন, কাহালু উপজেলার মদনাই ইউনিয়নের বীরকেদার নিবাসী মদনাই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে দুপচাচিয়া এবং বীরকেদার গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য হৃদয়কে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এলাকা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। গণমাধ্যমের সহযোগিতা নিয়ে উচ্চ আদালতে রিট করলে কয়েকদিন পরে পুলিশ তাদেরকে সবকিছু গোপন রাখার শর্তে কৌশলে পৃথক স্থানে ছেড়ে দেয়।

বগুড়ার তৎকালীন এসপি মো. আসাদুজ্জামানকে সবশেষ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধানের দায়িত্ব থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

অভিযোগ সম্পর্কে জানতে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিলকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। আরিফুর রহমান মন্ডলের ফোন বন্ধ পাওয়া গেছে। 

তবে ইন্সপেক্টর ইমরান মাহমুদ তুহিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ধরনের কার্যক্রমে যুক্ত ছিলেন না, মিথ্যা অভিযোগ করা হয়েছে। 

এসআই জুলহাসের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তৎকালীন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। ওসি ডিবি আমিরুল ইসলাম পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। 

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা দৈনিক কালের কণ্ঠকে জানান, তিনি বিষয়গুলো সম্পর্কে শুনে থাকলেও গুম কমিশনের নিষেধাজ্ঞা থাকায় কোনোরকম বক্তব্য দিতে পারবেন না।
 

মন্তব্য

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ১৯ এপ্রিল খাল খনন শুরু করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ১৯ এপ্রিল খাল খনন শুরু করবে জামায়াত
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীল ও জলাবদ্ধতা নিরসনে গঠিত টেকনিক্যাল টিম সদস্যদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৯ এপ্রিল (শনিবার) সকাল ৯টায় এই প্রকল্পের উদ্বোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। আজ বুধবার (১৬ এপ্রিল) দেওয়ান বাজারস্থ মহানগরী জামায়াত  কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী বর্ষার পূর্বেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সরকার ও চট্টগ্রাম সিটি করপোরেশনকে সার্বিক সহযোগিতার লক্ষ্যে জামায়াতে ইসলামী বাকলিয়ার বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে।

এ লক্ষ্যে ইতিমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি দল ও নগর জামায়াতের গঠিত টেকনিক্যাল টিম প্রকল্প স্থান পরিদর্শন ও ফিজিক্যাল স্টাডি করেছেন।

আরো পড়ুন
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে জরুরি নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে জরুরি নির্দেশনা

 

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর বলেন, ‘চট্টগ্রাম নগরীর দুঃখ বর্ষাকালে জলাবদ্ধতা। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবে জামায়াতে ইসলামী দেশের বর্তমান সরকারকে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে দেশের উন্নয়নের কাজে সহযোগিতার লক্ষ্যে জামায়াতের অর্থায়নে এ প্রকল্প গ্রহণ করেছে।

এলাকার সব জনগণ, প্রশাসনের কর্মকর্তা ও সর্বস্তরের লোকদের বাকলিয়া বির্জাখাল খনন কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য শাহজাহান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনকেও আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওর্য়াড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

মন্তব্য

আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

কারিগরি ও উচ্চশিক্ষা নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় সাভারের আশুলিয়ার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে কর্মসূচি শেষে শিক্ষার্থীরা চলে গেলে সড়কটিতে যানচলাচল স্বাভাবিক হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ঘোষবাগ এলাকায় এই কর্মসূচি পালন করেন বোরাক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাসকরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

এ ছাড়া কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মনির, সাজ্জাদ ও মারুফ বলেন, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই। যেকোনো বয়সের মানুষ আমাদের সঙ্গে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারে।

তাই আমরা ডিপ্লোমাতে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমার দাবি জানিয়েছি। এ ছাড়া আমাদের উচ্চ শিক্ষার জন্য একটি উন্নতমানের পলিটেকনিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
 

মন্তব্য

টুঙ্গিপাড়ায় অভাবের তাড়নায় বৃদ্ধের আত্মহত্যার খবর

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
টুঙ্গিপাড়ায় অভাবের তাড়নায় বৃদ্ধের আত্মহত্যার খবর
প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভাবের তাড়না আর দীর্ঘদিনের অসুস্থতা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে নিরোধ হাজরা (৮০) নামের এক বৃদ্ধের আত্মহত্যার খবর মিলেছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভাব আর অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। 

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

আরো পড়ুন
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত : আসিফ নজরুল

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত : আসিফ নজরুল

 

তিনি বলেন, প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজের বসত ঘরে ঘুমিয়ে পড়েন নিরোধ হাজরা। পরে আজ বুধবার ভোর ৫ টায় প্রতিবেশী প্রেমা বিশ্বাস তার পরিত্যক্ত ঘরে নিরোধ হাজরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে এলাকাবাসী উপস্থিত হয়ে থানায় খবর দেয়। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

 

ওসি খোরশেদ আরও বলেন, মৃতের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি ৮০ বছর বয়সী নিরোধ হাজরা দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আর অভাব অনটন থাকায় উন্নতমানের চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। তাই অভাব আর অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ