সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মিরাজুল ইসলাম (২০) নামের এক যুবক। নিখোঁজের একদিন পরও তার কোনো সন্ধান মেলেনি। রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাগুটিয়া ইউনিয়নের হাটাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মিরাজুল ইসলাম উপজেলার হাটাইল গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ
যমুনায় গোসলে নেমে যুবক নিখোঁজ
সিরাজগঞ্জ প্রতিনিধি

স্থানীয়রা জানান, মিরাজুল ইসলাম ঢাকায় চাকরী করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে রবিবার বিকেলে বাড়ির পাশে যমুনা নদীতে গোসলে নামেন তিনি। সাতাঁর দিয়ে মাঝ নদীতে যাওয়ার পর পানিতে তলিয়ে যায় সে। এরপর থেকে নিখোঁজ রয়েছেন।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, 'সোমবার সকাল থেকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। বিকাল পর্যন্ত নিখোঁজ মিরাজুল ইসলামের সন্ধান পাওয়া যায়নি।'
সম্পর্কিত খবর

চট্টগ্রামে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার মোজো সাংবাদিকতা বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। রবিবার (২৭ এপ্রিল) নগরীর লালখান বাজার এলাকার একটি অভিজাত রেস্তোরায় কালের কণ্ঠ মাল্টিমিডিয়া আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন চট্টগ্রাম বিভাগে কর্মরত কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিনিধিরা।
মোজো সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণে উঠে আসে মোবাইল সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাবনার নানা বিষয়। কর্মশালার দ্বিতীয় সেশনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী।
কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিশেষ এই কর্মশালায় মোট তিনটি সেশনে ভিডিও ধারণ, সম্পাদনা, উপস্থাপনা ও কনটেন্টের গল্প তৈরির নানা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক ও পরামর্শক মাশাহেদ হাসান সীমান্ত, ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট অমৃত মলঙ্গী ও কালের কণ্ঠের ডেপুটি হেড অব মাল্টিমিডিয়া রাজীবুল হাসান।
উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের মানবসম্পদ বিভাগের উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন রাজীব ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার চট্টগ্রাম সমন্বয়ক এনায়েত হোসেন মিঠু।
এ প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল ব্যবহার করে একজন সাংবাদিক কিভাবে চিত্রধারণ, সম্পাদনা এবং দ্রুত নির্ভুল সংবাদ তৈরি করে দর্শকের সামনে সাবলিলভাবে উপস্থাপন করতে পারে সেটির নানা কলা-কৌশল আয়ত্ত করেন কালের কণ্ঠের মোজো সাংবাদিকরা।
এদিকে, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া দেশের সকল বিভাগে মোজো সাংবাদিকতা নিয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে বলে জানালেন ডেপুটি হেড অব মাল্টিমিডিয়া রাজীবুল হাসান।
কর্মশালা শেষে মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ নেওয়া কালের কণ্ঠ ডিজিটালের চট্টগ্রাম বিভাগে কর্মরত প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয় সনদ।

রাবার ড্যাম এখন গরিবের মিনি কক্সবাজার (ভিডিওসহ)
অনলাইন ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ীর রাবার ড্যাম এখন পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ সৃষ্টি করেছে। প্রাকৃতিক সৌন্দর্য আর কৃত্রিম ঝর্ণার শীতল ধারায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই স্থানটি। স্থানীয়রা একে ডাকছে ‘গরিবের মিনি কক্সবাজার’। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণপিপাসুরা এখানে এসে খুঁজে পান প্রশান্তি আর একটুখানি আনন্দের ছোঁয়া।
বিস্তারিত ভিডিওতে...

কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এনায়েত করিমের দাফন সম্পন্ন
টাঙ্গাইল প্রতিনিধি

মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম মারা গেছেন। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের পাড় দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এনায়েত করিম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

গরমের মধ্যেই বৃষ্টি নিয়ে সুখবর
জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর-উত্তম) ও জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর হক মোহনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

‘লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জনকে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, ‘লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জনকে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি। তাদের বলেছি যদি কেউ টাকা চায় তাহলে যেন আমাকে ফোন করে বলে আমি টাকাটা পাব কি না। আমি আমার জায়গা থেকে স্বচ্ছতার বিষয়টি স্পষ্ট করে দিয়েছি। আমি চাচ্ছি শতভাগ স্বচ্ছ একটা নিয়োগ হোক।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কনস্টেবল পদে নিয়োগ নিয়ে প্রতারকচক্র সক্রিয় হয়েছে। এ বিষয়ে পুলিশের নজরদারি অব্যাহত আছে। ইতোমধ্যেই এক দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
এহতেশামুল হক আরো বলেন, ‘আমার বিবেক ধ্বংস হচ্ছে। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেব। আমি আর দালালরা কৌশলে টাকা নিয়ে যাবে—এটা কোনোভাবেই হতে পারবে না। অস্বচ্ছতার জায়গা হবে না।
এ সময় জানানো হয়, নিয়োগ নিয়ে দালালি করার ঘটনায় জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের মো. মিলন মিয়া (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দালালির বিষয়ে আরো যেসব খবর আসছে সেগুলো নজরদারি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কনস্টেবল পদে মোট ৩৯ থেকে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।
পুলিশ সুপার এহতেশামুল হক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন বিষয় স্পষ্ট করে তুলে ধরেন। তিনি বলেন, ‘শারীরিক বাছাই প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়। প্রত্যেকের পরীক্ষার ভিডিও সংরক্ষণ করা আছে। অনেকে রিভিউ হিসেবে দেখতে এসে লজ্জিত হয়ে গেছেন। তারা বুঝতে পেরেছেন যে বাদ পড়া প্রার্থী কি কারণে উত্তীর্ণ হতে পারেননি।’
তিনি বলেন, ‘লিখিত পরীক্ষার সবকিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রশ্ন আসবে। অংশগ্রহকারীদের খাতা সিলগালা করে পাঠানো হবে। এছাড়া এইচএসসি ও এসএসসি স্ট্যান্ডার্ডে পরীক্ষা নেওয়ার পর এমনভাবে খাতা পাঠানো হবে যে কেউ বুঝতেই পারবে না কার কোন খাতা। আমরা শুধু ফলাফল সিট পাবো। ৬০ মার্কের মধ্যে ২২.৫ প্রাপ্তরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে গণ্য হবেন। লিখিত পরীক্ষার যে ১৫ মার্ক এর মধ্যে উপস্থিত হলেই প্রার্থী আট পাবেন। অর্থাৎ কেউ ফেল করবেন না। যারা ভালো করবেন তাদেরকে সর্বোচ্চ ১২ দেওয়া হবে। এক্ষেত্রে কোনো দালালে মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি আপনারা (মিডিয়াকর্মী) প্রচার করবেন। তাহলে দালালরা সুযোগ নিতে পারবেন না। আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘আগে কী হয়েছে জানি না। অনেক কিছু শুনি। এসব নিয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু টাকা ছাড়া যে পুলিশে চাকরি হয় সেটা মানুষকে বিশ্বাস করাতে চাই। এ জন্য নিয়োগপ্রত্যাশীসহ সবার সহযোগিতা প্রয়োজন।’