লক্ষ্মীপুরে পালিত হচ্ছে হরতাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
লক্ষ্মীপুরে পালিত হচ্ছে হরতাল
সংগৃহীত ছবি

গাজায় হামলার প্রতিবাদে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় পালিত হচ্ছে হরতাল কর্মসূচি। একই সঙ্গে বিক্ষোভ হচ্ছে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে। এ ছাড়া ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গাজাবাসীর প্রতি সংহতি জানাচ্ছে জেলার সাধারণ মানুষ।

সোমবার (০৭ এপ্রিল) সকালে সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালিত হয়।

এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

শহরের দক্ষিণ তেমুহনী মাসরুর চত্বরে জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপনের নেতৃত্বে এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, ইসরায়েলের কুলাঙ্গাররা গাজায় মুসলমানদের নির্বিচারে হত্যা করছে। আমাদের ভাই-বোনদের লাশ আকাশে উড়ছে।

আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা নিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে।

এদিকে গাজায় গণহত্যা বন্ধে বাদ জোহর জেলা শহরের চকবাজার জামে মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।  

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

জীবনের উন্নতির আশায় বিদেশ যাত্রা

খায়রুল হোসেন সরদারের পরিবারের এখন শুধুই কান্না

আকরামুজ্জামান, যশোর
আকরামুজ্জামান, যশোর
শেয়ার
খায়রুল হোসেন সরদারের পরিবারের এখন শুধুই কান্না
ছবি: কালের কণ্ঠ

যশোরের মণিরামপুর উপজেলার বড় মেঘলা গ্রামের খায়রুল হোসেন সরদারের দুই ছেলে জাফর সরদার ও বজলুর রহমান সরদার। জীবনের উন্নতির আশায় তারা বিদেশ পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্য তাদের নিয়ে গেছে জীবনের সবচেয়ে কঠিন ও ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি।

বড় ছেলে জাফর সরদার ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে আহত হয়েছেন।

জানা যায়, তিনি মানবপাচারের শিকার হয়ে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিতে বাধ্য হন। বর্তমানে তিনি রাশিয়ার একটি সেনা হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন
তাপপ্রবাহে পুড়ছে ৫ জেলা, অব্যাহত থাকতে পারে

তাপপ্রবাহে পুড়ছে ৫ জেলা, অব্যাহত থাকতে পারে

 

অন্যদিকে, ছোট ছেলে বজলুর রহমান মালয়েশিয়ায় কাজের খোঁজে গিয়েছিলেন। কিন্তু কাগজপত্রের সমস্যার কারণে সেখানে তাকে কারাবরণ করতে হয়।

দীর্ঘ এক বছর কারাভোগ শেষে গত ২৫ মার্চ দেশে ফিরেছেন তিনি। এখন বাবার সঙ্গে গ্রামের চায়ের দোকানে কাজ করছেন।

খায়রুল হোসেন জানান, ‘গত বছরের ১৭ আগস্ট জাফর উন্নত জীবনের আশায় সাইপ্রাসের উদ্দেশে রওনা দেন, সৌদি আরব, দুবাই ও লিবিয়া হয়ে অবশেষে পৌঁছান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। সেখানে পৌঁছেই তিনি ও আরো ১০ জন বাংলাদেশি একটি যুদ্ধ প্রশিক্ষণ শিবিরে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করেন।

এরপর তাদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়, যেখানে জাফর বোমার আঘাতে আহত হন।’

বজলুর রহমান জানান, ‘দুই ভাইয়ের বিদেশযাত্রার খরচ মেটাতে পরিবারকে এনজিও ও মহাজনদের কাছ থেকে ঋণ নিতে হয়েছিল, এখন পরিবারটি সেই ঋণের চাপ এবং মানসিক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছে।’

আরো পড়ুন
আ. লীগের ‘সদর দপ্তর’ এখন কলকাতা, ‘কার্যালয়’ রোজডেল গার্ডেন

আ. লীগের ‘সদর দপ্তর’ এখন কলকাতা, ‘কার্যালয়’ রোজডেল গার্ডেন

 

এ প্রসঙ্গে খায়রুল হোসেন সরদার বলেন, ‘আমার স্ত্রী ঢাকায় রাশিয়ান দূতাবাসে বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন, যাতে জাফরের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারি। কিন্তু এখনো নিশ্চিত কিছু জানতে পারিনি।’

ঘটনার পর থেকে এই পরিবারটি এখন এক গভীর দুঃসময় পার করছে।

বড় ছেলে যুদ্ধক্ষেত্রে, ছোট ছেলে কারাগার থেকে সদ্য ফেরার এই কঠিন বাস্তবতা তাদের জীবনকে করে তুলেছে আরও দুর্বিষহ। তবু আশায় বুক বেঁধে আছেন তারা, একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে বলে তারা প্রত্যাশা করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
শেয়ার
কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় চৈতন্য পাল (৪০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ রবিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে কোটচাঁদপুর-কালিগঞ্জ মহাসড়কের নওদা গ্রাম বটতলা নামক স্থানে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার ফাদিলপুর গ্রামের মৃত কার্তিক পালের ছেলে ভ্যান চালক চৈতন্য পাল ভ্যানে কলা বোঝাই করে উপজেলার সাবদারপুর কলার হটে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে নওদা গ্রাম বটতলার নিকট পৌঁছলে কালিগজ্ঞগামী মাহিন নামের শাপলা এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেছে।

আরো পড়ুন
সিরাজগঞ্জে খাসজমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০

সিরাজগঞ্জে খাসজমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০

 

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। তবে লিখিতভাবে এখনো কেউ অভিযোগ করেনি।

মন্তব্য

মারধরের অভিযোগ : সেই কৃষক দল নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
মারধরের অভিযোগ : সেই কৃষক দল নেতার পদ স্থগিত
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের পদ স্থগিত করেছে জেলা কমিটি। গতকাল শনিবার (১২ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন
প্রতি ছক্কা-উইকেটে গাজার শিশুদের জন্য ১ লাখ রুপি, প্রথম দিনে ১৫ লাখ

প্রতি ছক্কা-উইকেটে গাজার শিশুদের জন্য ১ লাখ রুপি, প্রথম দিনে ১৫ লাখ

 

এ ছাড়াও জাতীয়তাবাদী কৃষক দলের সব নেতাকর্মীদের তার সহিত সব পর্যায়ে সাংগঠনিক সম্পপর্ক না রাখার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল উন্মুক্ত লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামের এক যুবককে মারধর করার অভিযোগ ওঠে কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

মন্তব্য

বিদ্যালয়ের টিনের ঘর ভেঙে বসতঘর বানাচ্ছেন প্রধান শিক্ষক!

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
শেয়ার
বিদ্যালয়ের টিনের ঘর ভেঙে বসতঘর বানাচ্ছেন প্রধান শিক্ষক!
ছবি: কালের কণ্ঠ

অবসরের চার দিন মাত্র বাকি। এর মধ্যে নিজের স্ত্রীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়াসহ আনুষাঙ্গিক কাজকর্ম গুছিয়ে বিদ্যালয়ে থাকা ৬৬ হাত লম্বা একটি টিনের ঘর (শ্রেণি কক্ষ) ভেঙে নিয়ে নিজবাড়িতে বসতঘর তৈরি করছেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার আব্দুল হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন ভূঁইয়া রতনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে।

আরো পড়ুন
পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদে স্বপদে বহালের দাবি

পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদে স্বপদে বহালের দাবি

 

গতকাল শনিবার (১২ এপ্রিল) দুপুরে সরেজমিনে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে অবস্থিত ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ঘরের টিনের চাল, বেড়া ও অন্যান্য উপকরণ প্রধান শিক্ষক মো. এনায়েত হোসেন ভূঁইয়ার নতুন বাড়ি ভিটার আশপাশে জড়ো করে রাখা হয়েছে।

বিদ্যালয় মাঠের দক্ষিণ দিকে ছিল ৬৬ হাত দৈর্ঘ্য ও নয় হাত প্রস্থ বিশিষ্ট টিনের ঘরটি।

বিদ্যালয়ের একটি সূত্র জানায়, প্রধান শিক্ষক মো. এনায়েত হোসেন ভূঁইয়া জানান, গত ৩১ মার্চ তিনি অবসরে গেছেন। তার স্ত্রী শামছুন্নাহার এখন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বপালন করছেন। 

বিদ্যালয়ের ঘর ভেঙে ব্যক্তিগত বাড়ি নির্মাণকাজে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এনায়েত হোসেন ভুইয়া রতন বলেন, ‘গত ২৭ মার্চ তিনি বিদ্যালয়ের টিনের ঘরটি নিলামে তুলেছেন।

তিনজন ডাককারী নিলামে অংশ নিয়েছেন। সর্বোচ্চ ডাককারী হিসেবে হিমেল মিয়া ৩২ হাজার টাকায় টিনের ঘরটি কিনে নেন। আমি সেই ক্রেতার কাছ থেকে ৫০ হাজার টাকায় ঘরটি কিনে নিয়েছি।’

আরো পড়ুন
দুর্নীতির মামলায় খালাস পেলেন ফালু

দুর্নীতির মামলায় খালাস পেলেন ফালু

 

কীভাবে নিলাম ডাক অনুষ্ঠিত হয়েছে জানতে চাইলে এনায়েত হোসেন ভুইয়া বলেন, ‘নান্দাইলের তৎকালীন ইউএনও অরুন কৃষ্ণ পালের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছিল।

ওই কমিটিতে তাঁর স্ত্রী (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) ও বিদ্যালয়ের তিনজন শিক্ষক ছিলেন।’

তবে এ বিষয়ে নান্দাইলের সাবেক ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, ‘গত ডিসেম্বর মাসে নান্দাইল থেকে অন্যত্র বদলি হয়ে যান। তিনি বদলি হওয়ার আগে এ ধরনের কোনো নির্দেশ দেননি। প্রধান শিক্ষক মিথ্যা তথ্য দিচ্ছেন।’

হিমেল নামে একজনকে দিয়ে ঘরটি কিনিয়েছেন বলে দাবি করেন প্রধান শিক্ষক।

জানতে চাইলে ওই হিমেল বলেন, ‘আমাকে কাগজে-কলমে রেখেছেন, এ ছাড়া আর কিছুই জানি না।’

জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির আহ্বায়ক আজিজুল হক বলেন, ‘প্রধান শিক্ষক তো আমাকে বলেছেন সবই নিয়মের মধ্যে হয়েছে। এখন কেন প্রশ্ন উঠছে। বিষয়টি জানতে হবে।’

আরো পড়ুন
মোংলায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মোংলায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার কালের কণ্ঠকে বলেন, ‘নিজের ইচ্ছা মতো প্রধান শিক্ষক বিদ্যালয়ের কোনো ঘর বিক্রি করতে পারেন না। এই জন্য উপজেলায় একটি কমিটি রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ