ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঐতিহ্যের সাক্ষী গাংগাটিয়া জমিদার বাড়ি

ছাইদুর রহমান নাঈম
ছাইদুর রহমান নাঈম
শেয়ার
ঐতিহ্যের সাক্ষী গাংগাটিয়া জমিদার বাড়ি
ছবি: কালের কণ্ঠ

বৃটিশ শাসন আমলে প্রচলন হওয়া জমিদারি প্রথার অন্যতম অনুসঙ্গ ছিল রাজকিয় জমিদার বাড়ি। একএকটি বাড়ি যেন সেই অঞ্চলের পানি, মাটি, মানুষ ও  জমিদারের নিজস্বতার পরিচয়ও বহন করে। এর মধ্যে অন্যতম কিশোরগঞ্জের গাংগাটিয়া জমিদার বাড়ি।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য সোয়েটার কারখানা বন্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য সোয়েটার কারখানা বন্ধ
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে একটি সোয়েটার তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৬ এপ্রিল) সকালে আশুলিয়ার গৌরীপুর এলাকায় ন্যাচারাল গ্রুপের একটি কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিতে এসে কারখানায় বন্ধের নোটিশ দেখতে পায়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বেতন ভাতা ও ওভার টাইম পরিশোধের পরেও কর্মরত শ্রমিকদের দাঙ্গা-হাঙ্গামা, জোরপূর্বক কাজ বন্ধ রাখা ও বেআইনি ধর্মঘট, অস্থিতিশীল পরিস্থিতির কারণে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও কারখানার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী শনিবার থেকে কারখানাটি নির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে।

কারখানার শ্রমিকরা জানায়, আমাদের কারখানায় কোন বেতন বকেয়া নেই তবে ৭ তারিখের বেতন কর্তৃপক্ষ ২৫ তারিখে দেন। ওভারটাইম বিল প্রতি সপ্তাহে দেয়ার কথা থাকলেও এক-দেড় মাস পর দেয়। বাৎসরিক ছুটির ভাতা প্রতি বছর না দিয়ে দুই বছর পর দেয়। এসব বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে কারখানার ভিতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিল শ্রমিকরা।

এর মধ্যে বৃহস্পতিবার শ্রমিকরা কারখানা থেকে বের হলে বেশ কিছু শ্রমিককে কারখানা কর্তৃপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা মারধর করে।

শ্রমিকরা আরও জানায়, শুক্রবার কারখানায় সাপ্তাহিক ছুটি ছিল। কিন্তু শনিবার কারখানায় কাজ করতে এসে মূল ফটকে বন্ধের নোটিশ দেখে ফুঁসে উঠেন শ্রমিকরা।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ন্যাচারাল গ্রুপের ‌‌‘ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেড’ কারখানাটিতে প্রায় ৯০০ শ্রমিক কাজ করেন।

তবে দীর্ঘদিন ধরে সময়মতো বেতন ভাতা পরিশোধ করছে না কর্তৃপক্ষ। এ নিয়ে আন্দোলন করায় ভাড়াটে সন্ত্রাসীরা শ্রমিকদেরকে মারধর করেছে বলে অভিযোগও উঠেছে। এরমধ্যেই শনিবার শ্রমিকরা কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়।

বিষয়গুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান এই শ্রমিক নেতা।

তবে এ বিষয়ে কথা বলার জন্য কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

 

মন্তব্য

ট্রেন চালুর দাবিতে হাতীবান্ধায় সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
শেয়ার
ট্রেন চালুর দাবিতে হাতীবান্ধায় সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি
সংগৃহীত ছবি

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে চলাচলের দাবিতে রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের নেতারা। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা রেলস্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই হুঁশিয়ারি দেন তারা। সন্ধ্যায় মশাল মিছিল করবেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সাহেদুজ্জামান কোয়েল।

এ সময় আরো উপস্থিত ছিলেন সমন্বয়ক ফারুক হোসেন নিশাত, শামসুল আলম বুলেট, ফিরোজ হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ। 

বুড়িমারী এক্সপ্রেস চলাচলের দাবিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাঁচ দিন ধরে রেলপথ অবরোধ করে রেখেছে স্থানীয়রা।

বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল করায় জেলার চার উপজেলার মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে। ফলে আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের মানুষ বুড়িমারী থেকে ট্রেনটি চালানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

মন্তব্য

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘি সদরে বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তোহাবিন আলম তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়।

শুক্রবার সন্ধ্যায় তোহাকে কোমারপুর চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কোমারপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

ছাতিয়ানগ্রাম ইউপির ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি।

আরো পড়ুন
ভারতের তীব্র সমালোচনায় শহীদ আফ্রিদি

ভারতের তীব্র সমালোচনায় শহীদ আফ্রিদি

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করেন। এরপর হামলাকারীরা বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনায় ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, তোহাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি বগুড়ার মহাস্থানগড় (ভিডিওসহ)

ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি বগুড়ার মহাস্থানগড় (ভিডিওসহ)

মন্তব্য

ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি বগুড়ার মহাস্থানগড় (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি বগুড়ার মহাস্থানগড় (ভিডিওসহ)
সংগৃহীত ছবি

বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি বগুড়া মহাস্থানগড়। পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। ইতিহাস রচিত অতীত সভ্যতার লীলাভূমি প্রত্নতাত্ত্বিক এলাকা খননে বেরিয়ে এসেছে প্রায় ২৩শ’ বছরের প্রাচীন স্থাপত্য নিদর্শন।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ