ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ধুনটে ঘর থেকে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
ধুনটে ঘর থেকে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

বগুড়ার ধুনট উপজেলায় বাবার ঘর থেকে প্রাপ্তি বালা (১১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আজ রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় ধুনট থানা থেকে প্রাপ্তি বালার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত প্রাপ্তি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পাড়ের বানিয়াজান গ্রামের পবন চন্দ্র মন্ডলের মেয়ে। সে বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন
কেমন ধার্মিক শাহরুখ-সালমান-টাবু? জানালেন ফারাহ খান

কেমন ধার্মিক শাহরুখ-সালমান-টাবু? জানালেন ফারাহ খান

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর ভাঙন জনপদের দিনমজুর পবন চন্দ্রের স্ত্রী ও মেয়েকে নিয়ে অভাব অনটনের সংসার। পবন চন্দ্র ও তার স্ত্রী উপুলী রানী দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের ন্যায় গতকাল শনিবার সকালে প্রাপ্তি বালাকে বাড়িতে রেখে পবন চন্দ্র ও উপুলী রানী যমুনা নদীর চরে দিনমজুরের কাজ করতে যান। ওই সময় বাড়িতে একা ছিল প্রাপ্তি।

সন্ধ্যা ৬টায় পবন চন্দ্র ও উপুলী রানী যমুনা নদীর চর থেকে বাড়িতে ফেরেন। তারা ঘরের দরজা খুলে ভেতরে দেখ পান ধরনার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রাপ্তি বালার ঝুলন্ত মরদেহ। সংবাদ পেয়ে থানা পুলিশ রাত ৮টায় ঘটনাস্থল থেকে প্রাপ্তি বালার মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টায় বাড়ির পাশের দোকান থেকে বিস্কুট কিনে এনেছে প্রাপ্তি।

ওই সময় তার চোখে মুখে হাসি ছিল। মেয়েটির মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন তারা।  

নিহত প্রাপ্তি বালার বাবা পবন চন্দ্র মন্ডল বলেন, ‘মেয়েকে একা বাড়িতে রেখে সকালে চরে কাজ করতে গিয়েছি। সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। আমাদের কোনো শত্রু নেই।

মেয়ে কেন আত্মহত্যা করছে তাও সঠিক করে বলতে পারছি না। তবে এ মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

আরো পড়ুন
ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেজাউলকে

ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেজাউলকে

 

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত প্রাপ্তি বালার মৃত্যুর সঠিক করণ বলা সম্ভব হচ্ছে না।’

মন্তব্য

সম্পর্কিত খবর

দখল দূষণে মৃতপ্রায় ভুলুয়া নদী, খননের দাবি

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
দখল দূষণে মৃতপ্রায় ভুলুয়া নদী, খননের দাবি
ছবি: কালের কণ্ঠ

দখল ও দুষণে মৃতপ্রায় এক সময়ের প্রমত্তা ভুলুয়া নদী। লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী এই নদীতে খননের দাবি তুলেছেন স্থানীয়রা। এ দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালিত হয়েছে।

আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারে ‘চরকাদিরা ইউনিয়নের আপামর জনতা’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ মুফতি শরীফুল ইসলাম, চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুফতি নুরুল্লাহ, রেদোয়ান হোসেনসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার একটি নদী হচ্ছে ভুলুয়া। এক সময় নদীটির দৈর্ঘ্য ৭১ কিলোমিটার ও প্রস্থ ছিল ৮৫ মিটার।

সেই নদী এখন মরা খালে পরিণত হয়েছে।

দখল-দুষণে নদীটি এখন ভরাট হয়ে গেছে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলা হয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে এ ভুলুয়া। বড় বড় সাম্পান নৌকা, জাহাজ চলাচল করতো এ নদীতে। বহু জাতের প্রাকৃতিক মাছের সমাহার ছিল এখানে।
সে ইতিহাস এখন গল্পের মতো হয়ে গেছে।

গত বছর বর্ষায় পানির প্রবাহ বন্ধ থাকায় লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর, সদর ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কয়েক লাখ মানুষ এক মাসেরও বেশি সময় পানিবন্দী হয়ে পড়েন। চলতি বছরে বর্ষার মৌসুমকে সামনে রেখে আবারো আতঙ্কে দিন অতিবাহিত করছেন এ অঞ্চলের লাখো মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বর্তমানে নদীটির বিভিন্ন স্থানে দুই পাড় দখল করে মাছের প্রজেক্ট করেছেন প্রভাবশালীরা। আবার মাঝখানে বাঁধ দিয়ে বর্ষা মৌসুমে মাছ চাষ করে আসছেন কেউ কেউ।

নদীর তীরঘেঁষে ঘরবাড়ি তুলে দখল করে রাখা হয়। ময়লা-আবর্জনাও ফেলা হচ্ছে। দুষিত হচ্ছে নদীর পানি। 

এসব কারণে নদীটি ভরাট হয়ে যাচ্ছে। পলি জমে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। নদী শুকিয়ে গেছে। এখন প্রায় মরতে বসেছে এ নদীটি।

আগে দেশীয় নানা প্রজাতির মাছ পাওয়া যেত এ নদীতে। এখন আর সে সব মাছ পাওয়া যাচ্ছে না। এতে নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য চরম হুমকিতে রয়েছে বলে জানান বক্তারা।

বক্তারা দ্রুত ভুলুয়া নদীকে প্রভাবশালীদের কবল থেকে মুক্ত করে খননের জোর দাবি জানান। অন্যথায়, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বড় ধরনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

মন্তব্য

ইজারার নামে টাকা আদায়ের প্রতিবাদে কসবায় সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
ইজারার নামে টাকা আদায়ের প্রতিবাদে কসবায় সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইজারার নামে টাকা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। তাদের এই কর্মসূচিতে শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ থেকে দুপুর সাড়ে ১২টা নাগাদ কসবা-কুটি চৌমুহনী, কসবা-নয়নপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিভিন্ন সূত্র জানায়, কসবা পৌরসভা থেকে দুটি অটোরিকশা স্ট্যান্ডকে ইজারা দেওয়া হয়েছে। ইজারাদাররা প্রতিটি অটোরিকশা থেকে ১৫ টাকা করে আদায় করেন।

কিন্তু অটোরিকশাচালকরা এই টাকা দিতে রাজি নন। গত বছর থেকেই তারা এ নিয়ে আন্দোলন করে আসছিলেন। এ নিয়ে দফায় দফায় বৈঠক হলেও কোনো ধরনের সুরাহা হয়নি।

আরো পড়ুন
পিতা-মাতার মৃত্যুর পর সন্তানের যা করণীয়

পিতা-মাতার মৃত্যুর পর সন্তানের যা করণীয়

শনিবার সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবরোধ করেন অটোরিকশা চালকরা।

এ সময় তারা ১৫ টাকা আদায় বন্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘জীবির’ নামে চাঁদা বন্ধ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। 

কসবা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল শিকদার এসে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ ছামিউল ইসলাম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভুইয়া, কসবা উপজেলা জামায়াতের আমির মো. শিবলী নোমানী, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জিয়াউল হুদা শিপনসহ দলীয় নেতাকর্মীরা দীর্ঘ সময় আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন।

 

আরো পড়ুন
নতুন রাজনৈতিক দল—‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’র আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দল—‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’র আত্মপ্রকাশ

টাকা না দিলে শ্রমিকদের ওপর নির্যাতনের বিষয়টিও তুলে ধরা হয়। কর্তৃপক্ষ জানায়, সরকারি বিধি মোতাবেক টাকা আদায় করা হচ্ছে। 

ইউএনও মোহাম্মদ ছামিউল ইসলাম জানান, যথাযথ নিয়ম অনুযায়ী অটোস্ট্যান্ড ইজারা দেওয়া হয়েছে। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিদিষ্ট স্ট্যান্ড ব্যতীত অন্য কোনো জায়গা থেকে যেন টাকা তুলতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিকদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

আরো পড়ুন
দালালের মাধ্যমে সৌদি গমন, চাকরি না পেয়ে যুবকের আত্মহনন

দালালের মাধ্যমে সৌদি গমন, চাকরি না পেয়ে যুবকের আত্মহনন

মন্তব্য

কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে একজনকে সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে একজনকে সাজা
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. এরশাদ (৪৫) নামে এক ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। 

আরো পড়ুন
দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

 

ইউএনও জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিল এলাকায় কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এরই প্রেক্ষিতে অভিযান চালালে জড়িতরা পালিয়ে যান ও একজনকে আটক করা সম্ভব হয়।

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শঙ্করপুর গ্রামের রহম আলীর ছেলে এরশাদকে এ সময় ১০ দিনের সাজা দেওয়া হয়। অভিযানের সময় মাটিভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের জন্য থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া হয় বলে ওই কর্মকর্তা জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য

কু‌ড়িগ্রা‌মেে আরো একজন নৌ ডাকাত গ্রেপ্তার

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
শেয়ার
কু‌ড়িগ্রা‌মেে আরো একজন নৌ ডাকাত গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারী-রাজিবপুর নৌ রুটে ডাকাতির ঘটনায় আরও এক ডাকাত‌কে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। বিষয়‌টি নিশ্চিত করেছেন চিলমারী নৌ ফাঁড়ির আইসি ইমতিয়াজ কবির। 

গ্রেপ্তার ওই ডাকা‌তের নাম মধু মিয়া (৩২)।

তিনি ফুলছড়ি উপজেলার ভাষাপাড়া গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন
ড. এ মজিদ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রবিবার

ড. এ মজিদ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রবিবার

 

জানা গে‌ছে, এর আগে গত ৯ ফেব্রুয়া‌রি চিলমারীর জোড়গাছ বাজার থে‌কে এক‌টি নৌকায় ক‌য়েকজন গরু ব্যবসায়ী যাচ্ছিল। প‌থিম‌ধ্যে বহ্মপুত্র ন‌দের কড়াই ব‌রিশাল এলাকায় ডাকা‌তির কব‌লে প‌ড়ে। এ সময় প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই ক‌রে নি‌য়ে যায় ডাকাতদল।

এ ঘটনায় এক‌টি মামলা হ‌লে পু‌লিশ এ পর্যন্ত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার কর‌তে সক্ষম হয়। সে স‌ঙ্গে ডাকা‌তির কা‌জে ব্যবহৃত বি‌ভিন্ন সরঞ্জা‌মা‌দি উদ্ধার ক‌রে পু‌লিশ।

আরো পড়ুন
অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শুরু হচ্ছে অভিযান

অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শুরু হচ্ছে অভিযান

 

চিলমারী নৌ ফাঁড়ির আইসি ইমতিয়াজ কবির জানান, ডাকাত মধু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নৌ ডাকা‌তি রো‌ধে আমরা ক‌ঠোর অবস্থানে র‌য়ে‌ছি।

ফাঁ‌ড়ি‌তে জনবল বৃ‌দ্ধি করা গে‌লে সে‌টি আরো সহজ হ‌বে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ